সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার রূপকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। রাজ্যের নব রূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধান রায়ের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পেরিয়ে গেলেন। এখন সামনে রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তাঁর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ডও মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবেন। তেমনই মনে করছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
৩৪ বছরের বাম সরকারকে সরিয়ে মানুষের রায়ে ভোটে জিতে বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ছিল ২০১১ সাল। তারপর থেকে বাংলার মানুষের ভোটের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই গিয়েছে। গত তিনবার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়নে সদাব্যস্ত মুখ্যমন্ত্রী। শহরের বাসিন্দা থেকে গ্রামের সাধারণ প্রান্তিক মানুষদের জন্য নিরলস কাজ করে চলেছেন তিনি। রাজ্যের মানুষদের জীবনযাত্রার উন্নতিতে তৈরি করেছেন একাধিক নজরকাড়া প্রকল্প। বাংলার নব রূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই বলছেন রাজনৈতিক ও ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। এবার মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায়ের সময়কে পেরিয়ে গেলেন তিনি।
বিধান রায়ের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ছিল ১৪ বছর ১৬১ দিন। সেই মেয়াদ মুখ্যমন্ত্রী হিসেবে পেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কুণাল ঘোষ বলেন, “২০১১ সাল থেকে আজ ২০২৫, আজকের দিনে দাঁড়িয়ে আর যা যা রেকর্ড ভেঙেছেন, তার মধ্যে আজ শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়সীমা পেরিয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ২৩ বছরের রেকর্ড জ্যোতি বসুর। সেই রেকর্ডও ভাঙতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
এদিন কুণাল ঘোষ বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় আরও বাড়তে থাকবে। জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দীর্ঘতম মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড সারা ভারতবর্ষে স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”