আগরতলা: ডাবল ইঞ্জিন সরকারের সমালোচনার খেসারত! ত্রিপুরায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস। সমাজমাধ্যমে ‘অশ্লীলতা’ ছড়ানোর দায়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও সাংসদ বিপ্লব দেবের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করতেন ধৃত কনটেন্ট ক্রিয়েটার। পশ্চিম আগরতলা থানার অফিসার ইন চার্জ রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, রবিবার মাধবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রামনগরের বাসিন্দা পারমিতা ঘোষাল। তারপরেই যোগেন্দ্রনগরে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশের একটি দল এবং তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ‘মাধবীর বিরুদ্ধে সমাজমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ রয়েছে। আইটি ও বিএনএসের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ সোমবার মাধবীকে আদালতে পেশ করা হয়।