ফরিদাবাদ: কলেজ পড়ুয়া রাহুল ভারতীর আত্মহত্যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হরিয়ানার ফরিদাবাদে। এআইয়ের সাহায্য নিয়ে বোনেদের সঙ্গে তাঁর অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। শুধু তাই নয়, তাঁর থেকে ২০ হাজার টাকাও চাওয়া হয়েছিল। সেই অপমানে আত্মহত্যা করেন ১৯ বছরের ওই পড়ুয়া। ফরিদাবাদের একটি কলেজের ওই পড়ুয়ার নাম রাহুল ভারতী। গত শনিবার সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় ঘুমের ট্যাবলেট খান। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয়। তাঁর পরিবার দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে নীরজ নামে সাহিলের আরও এক বন্ধু। ঘটনার পর থেকে তারা পলাতক। দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।