• শ্লীলতাহানি কাণ্ড: নিগৃহীতা ক্রিকেটারদেরই দোষারোপ কৈলাস বিজয়বর্গীয়র,তীব্র বিতর্ক
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • ভোপাল: মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় গোটা দেশ। নারী সুরক্ষা নিয়ে ডাবল ইঞ্জিন রাজ্যকে বিঁধেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে এবার ওই মহিলা ক্রিকেটারদের দিকেই কার্যত আঙুল তুললেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। সোমবার তিনি জানান, বাইরে বেরোনোর সময় স্থানীয় প্রশাসন বা তাঁদের দলের নিরাপত্তা আধিকারিকদের জানানো উচিত ছিল ওই মহিলা ক্রিকেটারদের। এটা তাঁদের জন্য একটা বড় শিক্ষা। বাইরে বেরনোর আগে তাঁদের আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও জানান তিনি। কৈলাসের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। দলের নেতার এহেন বক্তব্য থেকেই বিজেপির নারীবিদ্বেষী মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে বলে মত বিরোধী দলগুলির।

    একদিনের বিশ্বকাপের জন্য বর্তমানে ভারতে রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। গত বৃহস্পতিবার টিম হোটেল থেকে বেরিয়ে কাছের একটি কাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। সেই সময় বাইকে চড়ে এসে এক যুবক তাঁদের আপত্তিজনকভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। অস্ট্রেলিয়া দলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত আকিলকে গ্রেফতারও করে পুলিশ। সেই প্রসঙ্গে সোমবার বিজয়বর্গীয় বলেন, ‘ভারতে ক্রিকেটারদের নিয়ে মারাত্মক রকমের মাতামাতি রয়েছে। বাইরে যাওয়ার আগে খেলোয়াড়দের সেটা মাথায় রাখা উচিত ছিল।’ এই প্রসঙ্গে ব্রিটেনের একটি প্রসঙ্গ তুলে ধরেন তিনি। কৈলাস জানান, ব্রিটেনের একটি হোটেলে এরকম একটি ঘটনা নিজের চোখে দেখেছিলাম। সেখানে একজন অতি পরিচিত ফুটবল প্লেয়ারকে ঘিরে ধরে তাঁর জামা ভক্তরা ছিঁড়ে নিয়েছিল। ক্রিকেট প্লেয়াররাও অত্যন্ত জনপ্রিয়। সুতরাং বাইরে ঘোরার আগে তাঁদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এখানে না থেমে বিজয়বর্গীয় আরও বলেন, ‘এই ধরনের ঘটনা খেলোয়াড় ও কর্তৃপক্ষের জন্য একটি বড় শিক্ষা।’ উল্লেখ্য, ইন্দোরের ওই ঘটনা সম্পর্কিত যাবতীয় পোস্ট এক্স হ্যান্ডল থেকে মুছে দিয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। খেলার প্রতি মনোনিবেশ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা।

    এদিকে, বিজেপি নেতার এহেন মন্তব্যের পরেই সরব হয়েছে কংগ্রেস। কৈলাসের সমালোচনা করে হাত শিবিরের নেতা অরুণ যাদব জানান, নারী নিরাপত্তার উপর জোর না দিয়ে তিনি নির্যাতিতাদের দায়ী করছেন। বাইরে বেরনোর আগে তাঁদের নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে বলছেন। যেন গোটা ঘটনাটি আসলে মহিলাদেরই দোষ। অবশ্য এই প্রথম নয়। এর আগেও নারীদের নিয়ে স্পর্শকাতর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন একদা বাংলার গেরুয়া শিবিরের দায়িত্বে থাকা এই বিজেপি নেতা।
  • Link to this news (বর্তমান)