• ভুয়ো সেনাকর্তা পরিচয় দিয়ে মহিলা চিকিৎসককে ধর্ষণ, চাঞ্চল্য দিল্লিতে, যোগীরাজ্যের হাসপাতালে যৌন নিগ্রহ রোগিণীকে
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: সেনাবাহিনীর পদস্থ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে মহিলা চিকিৎসককে (২৭) ধর্ষণ। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজধানী দিল্লিতে। এই ঘটনায় আরাভ মালিক নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ দিল্লির ছত্তরপুরের এই বাসিন্দা আদতে একটি ই-কমার্স সংস্থার ডেলিভারি ম্যান। সোশ্যাল মিডিয়া মারফৎ নির্যাতিতার সঙ্গে আলাপ হয় তার। সেখানে নিজেকে সেনার পদস্থ কর্তা বলে দাবি করেছিল সে। 

    জেরা করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার একটি দোকান থেকে অনলাইনে সেনার মতো পোশাক কিনেছিল। ধৃতের সঙ্গে সেনার কোনও সম্পর্কই নেই। পুলিশ আরও বলেছে, সেনার ভুয়ো পরিচয়ের জন্য অভিযোগপত্রে বিভ্রান্তি তৈরি হয়েছিল। নির্যাতিতার অভিযোগ, গত ৩০ এপ্রিল থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আরাভের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। আরাভ দাবি করেছিল, সে ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে কাশ্মীরে কর্মরত। সেনার মতো পোশাক পরে মহিলা চিকিৎসককে সে একাধিক ছবিও পাঠায়। এভাবে বিশ্বাস আদায়ের পর চিকিৎসকের বাড়িতে যায় আরভ। সেখানে কিছু খাইয়ে অচেতন অবস্থায় চিকিৎসককে ধর্ষণ করে অভিযুক্ত। 

    অন্যদিকে, ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের শাহজাহানপুরে হাসপাতালে  ধর্ষণের শিকার চিকিৎসাধীন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাফাই কর্মী জয়শঙ্করকে (২৫) ইতিমধ্যেই আটক করা হয়েছে। জানা যাচ্ছে, রবিবার অতিরিক্ত মদ্যপানের কারণে ওই মহিলা সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভরতি করে পুলিশ। সোমবার অভিযুক্তকে চিকিৎসায় সাহায্য করার অনুরোধ করেন রোগিণী। তখন অভিযুক্ত জানায়, দোতলায় চিকিৎসকরা রয়েছেন। এভাবে সেখানে নিয়ে গিয়ে একটি শৌচাগারে মহিলাকে ধর্ষণ করা হয়।
  • Link to this news (বর্তমান)