• জুতো কাণ্ড: অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কোনও পদক্ষেপে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট। সোমবার এমনটাই জানাল শীর্ষ আদালত। এদিন বিচারপতি সূর্য কান্ত  ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, এজলাসে স্লোগান দেওয়া বা জুতো ছোড়া অতি অবশ্যই আদালত অবমাননা। কিন্তু এই নিয়ে আইনি পদক্ষেপের বিষয়টি সংশ্লিষ্ট বিচারপতির উপরে নির্ভর করছে। আর এক্ষেত্রে প্রধান বিচারপতি নিজেই ওই আইনজীবীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চাননি। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, এখন যদি ওই আইনজীবীকে অবমাননার নোটিশ দেওয়া হয়, তাহলে তাঁকে অপ্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হবে। তার সঙ্গে জুতো ছোড়ার ঘটনা নিয়ে চর্চাও শেষ হবে। গত ৬ অক্টোবর প্রধান বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়েন ৭১ বছরের আইনজীবী রাকেশ কিশোর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন রাকেশের বিরুদ্ধে পদক্ষেপের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।
  • Link to this news (বর্তমান)