উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ প্রধান বিচারপতি গাভাইয়ের
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: আগামী ২৩ নভেম্বর অবসর নিচ্ছেন দেশের বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই। তার আগে প্রথা মেনে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন তিনি। কেন্দ্র সবুজ সংকেত দিলে, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৫ বছর। নিয়ম অনুযায়ী, বর্তমান প্রধান বিচারপতি অবসরের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করেন। আইন মন্ত্রক সেই সুপারিশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। সেই প্রথা মেনে নিজের উত্তরসূরির নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি বি আর গাভাই। গত সপ্তাহে প্রধান বিচারপতি গাভাইয়ের কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশের জন্য চিঠি পাঠায় আইনমন্ত্রক। তখন ভুটান সফরে ব্যস্ত ছিলেন তিনি। ফিরে এসেই চিঠির উত্তর দেন এবং আগামী প্রধান বিচারপতি হিসেবে নিজের জুনিয়র তথা সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেন। সোমবার দীপাবলির ছুটির পর আদালত খুললে, বিচারপতি কান্তের সাথে সুপারিশপত্র নিয়ে দেখাও করেন প্রধান বিচারপতি বি আর গাভাই। সব ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত।
২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি সূর্য কান্ত। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি অবসর নেবেন। অর্থাৎ তিনি প্রায় ১৫ মাস প্রধান বিচারপতির পদে থাকবেন। হরিয়ানার হিসারে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম বিচারপতি সুর্য কান্তের। আইন নিয়েই পড়াশোনা। কর্মজীবনের শুরুতে হিসার জেলার নিম্ন আদালতে আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। পরবর্তী কালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৮ সালের অক্টোবরে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। এর একবছরের মধ্যেই শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়োগ। বিচারপতি সূর্য কান্তের উল্লেখযোগ্য রায়রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত (২০২২): ঔপনিবেশিক আমলের রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত করেন।
পেগাসাস মামলা (২০২১): স্পাইওয়্যার পেগাসাস মামলার জট খুলতে তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেন
ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন রায় (২০২২): প্রতিরক্ষা বাহিনীর জন্য ওআরওপি স্কিমকে সংবিধানসম্মত ঘোষণা করেন
নারী সংরক্ষণ রায় (২০২৩): দেশের সমস্ত আইনজীবী সংগঠনে এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের নির্দেশ দেন
বিহার ভোটার তালিকা মামলা (২০২৫): বিহারে কমিশন প্রকাশিত ভোটার তালিকায় বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশের নির্দেশ দেন