• আজই অন্ধ্রপ্রদেশের উপকূলে মন-থা’র ল্যান্ডফল, সতর্কতা
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • চেন্নাই: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন-থা’র প্রভাবে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলজুড়ে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার বিকেলে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। মঙ্গলবার সকালে তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। চেন্নাই, রণিপেট, তিরুভল্লুর ও কাঞ্চিপুরমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কেরলে প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর মিলেছে। এদের মধ্যে একজন বাংলার শ্রমিক। দক্ষিণের এই রাজ্যের পাঁচ জেলায় জারি হয়েছে কমলা এবং সাত জেলায় হলুদ সতর্কতা। বৃষ্টির জেরে কোঝিকোড় ও মালাপ্পুরমের একাধিক এলাকা জলে ডুবেছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

    মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমি বেগে বাতাস বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। যেকোনও বিপদে কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। 

    কড়া সতর্কতা জারি হয়েছে ওড়িশাতেও। উপকূলবর্তী সব জেলা প্রশাসনকে সবসময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ৫ হাজারেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। বিপদ সংকুল এলাকা থেকে গর্ভবতী মহিলা, বৃদ্ধ ও শিশুদের আগে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। ইতিমধ্যেই মন-থা’র প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)