নয়াদিল্লি: বিজেপির আমলে বদলে গিয়েছে যমুনা। এখন পরিচ্ছন্ন যমুনার জল। সেই পরিচ্ছন্নতার প্রমাণে রবিবার ভিডিও করতে নেমেছিলেন বিজেপি বিধায়ক রবি নেগি। তবে একটু অসতর্কতার জেরে তিনি পিছলে পড়ে যান যমুনার কালো জলে। তবে সহকর্মীদের তৎপরতায় রক্ষা পান বিধায়ক। আসলে ছট পুজোর আগে যমুনা পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে বিজেপি সরকার। তাই ফলাও করে প্রচারের জন্য রিল বানাতে উদ্যোগী হয়েছিলেন তিনি। তবে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। আম আদমি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখানোর জন্য ভুয়ো যমুনার ঘাট বানিয়ে পরিচ্ছন্ন জলের ভিডিও করছিলেন বিধায়ক। সাধারণ মানুষকে এখনও নোংরা জলেই পুজোর কাজ সারতে হচ্ছে। অন্যদিকে, জল পরিচ্ছন্ন হয়েছে বলেই বিজেপি দাবি করেছে। বিরোধীরা হতাশ হয়েই সমালোচনা করছে বলে গেরুয়া শিবিরের দাবি।