নয়াদিল্লি: দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা বেড়েই চলেছে। বিষয়টা নিয়ে উদিগ্ন সুপ্রিম কোর্ট। সোমবার এব্যাপারে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয় বিচারপতি সুর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চে। সেখানে শীর্ষ আদালত জানিয়েছে, এই সাইবার অপরাধের সংখ্যা গোটা দেশজুড়ে বাড়ছে। এজন্য কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রয়োজন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে এই ধরনের মামলার এফআইআরের বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৩ নভেম্বর পরবর্তী শুনানি। এদিন আদালতে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার প্রতারণার অনেক ঘটনাই বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। সিবিআইকে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেয় বেঞ্চ। পাশাপাশি সিবিআইকে জিজ্ঞেস করা হয়, তদন্তের স্বার্থে তাদের অতিরিক্ত সাইবার বিশেষজ্ঞ প্রয়োজন কি না। এর আগে, ১৭ অক্টোবর সুপ্রিম কোর্ট অনলাইন প্রতারণা এবং ভুয়ো আদালতের আদেশ দেখিয়ে নাগরিকদের ঠকানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল। আদালত জানিয়েছিল, এই ধরনের অপরাধ বিশ্বাসের মূল ভিত্তিতে আঘাত করে।