ভোটমুখী অসমে এসআইআর নয় কেন, ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। বেশিরভাগ রাজ্যগুলিতেই আগামী দু’বছরের মধ্যেই বিধানসভা ভোট। অসমেও আগামী বছর ভোট হওয়ার কথা। কিন্তু বিজেপি শাসিত এই রাজ্যে এসআইআর হচ্ছে না। এক যাত্রায় পৃথক ফল কেন? এব্যাপারে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, অসমে নাগরিকত্বের বিষয়টি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে। ওই রাজ্যে এসআইআরের জন্য পৃথক নির্দেশিকা জারি হবে। জ্ঞানেশ কুমারের যুক্তি, নাগরিকত্ব আইনে উত্তর-পূর্বের এই রাজ্যের জন্য রয়েছে আলাদা ধারা। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেখানে নাগরিকত্ব যাচাইয়ের কাজ (এনআরসি) সম্পূর্ণ হওয়ার পথে। গত ২৪ জুন সারা দেশের জন্য এসআইআর নিয়ে জারি বিজ্ঞপ্তি এইজন্য অসমের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
যদিও এই ব্যাখ্যায় কতটা চিঁড়ে ভিজবে, তা নিয়ে প্রশ্ন থাকছে। এর আগে প্রথম পর্বে ভোটমুখী বিহারে এসআইআর নিয়ে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়েছিল কমিশন। এবার অন্যান্য ভোটমুখী রাজ্যে এসআইআরের ঘোষণা হলেও অসমকে বাদ রাখার বিষয়টি নিয়েও ঝড় উঠতে পারে। এরইমধ্যে সমাজকর্মী যোগেন্দ্র যাদব সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন। তাঁর কটাক্ষ, অসমই একমাত্র ভোটমুখী রাজ্য যেখানে এসআইআর হচ্ছে না। কেন, ভেবে অবাক লাগছে।