• ছটপুজোয় মাতল উত্তরবঙ্গ, ঘাটে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফাটল শব্দবাজিও
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সন্ধ্যার পর আকাশে মেঘের আনাগোনা। হালকা শীতের আমেজ। তবু সোমবার ছটপু঩জোয় মাতল শিলিগুড়ি। মহানন্দা থেকে মেচি, পঞ্চনই থেকে বালাসন, করলা থেকে রাজবাড়ির পুকুর কিংবা তোর্সা সহ সব নদীর ঘাট আলোর তোরণ, ফুলেরমালা, কলাগাছে, শামিয়ানায় সাজিয়ে তোলা হয়। বিভিন্ন ঘাটে বসে মেলা ও নাচ-গানের আসর। আবার কেউ বাড়ির ছাদে, পাড়ার মাঠে পুকুর খনন করে ছটপু঩জো করেন। কলকাতা থেকে ভার্চুয়ালি শিলিগুড়ির ছটপু঩জোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফটল শব্দবাজিরও। 

    শিলিগুড়ির নৌকাঘাটে মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল। বিকেলে পুজো চলাকালীন এক শিশু নদীতে কিছুটা ভেসে যায়। যা নজরে পড়ে কর্ত্যব্যরত বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের। তাঁরাই শিশুটিকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

    মহানন্দা নদীর লালমোহন মৌলিক ঘাট, সন্তোষীনগর ঘাট, নৌকাঘাট, গঙ্গানগর ঘাট সহ বিভিন্ন ঘাট আলোরমালায় সাজিয়ে তোলা হয়। সকাল থেকে চলে ভক্তিমূলক গান। বিকেলে কলকাতা থেকে ভার্চুয়ালি লালমোহন ঘাটের ছটপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখানকার মঞ্চে ছিলেন মেয়র গৌতম দেব সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জায়েন্ট স্ক্রিনে সেই উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। মেয়র বলেন, দেশের মধ্যে শিলিগুড়ির ছট঩পুজো দ্বিতীয় স্থানে। এই উৎসবে শহরের সর্বস্তরের মানুষ শামিল হয়েছে। তাই বিহারের পাটনার পর এখানকার ছটপু঩জোর স্থান। 

    চামটা, পঞ্চনই, বালাসন, নেপাল সীমান্তবর্তী মেচি নদীর ঘাটে হাজার হাজার পুণ্যার্থী পুজোর আয়োজন করেন। দেশবন্ধুপাড়া, এনজেপি, ভক্তিনগর এলাকার কেউ বাড়ি ছাদে কিংবা এলাকার মাঠে কৃত্রিমভাবে পুকুর বানিয়ে ছটপু঩জো করেন। একই রকম ছবি জলপাইগুড়ি করলা নদী, রাজবাড়ির পুকুর, কোচবিহার তোর্সা নদীর ফাঁসিরঘাট, আলিপুরদুয়ারের বিভিন্ন নদীতে দেখা গিয়েছে। সর্বত্র বাজনা, সাউন্ড বক্স ও শব্দবাজির দাপট ছিল মারাত্মক। বিভিন্ন মহলের অভিযোগ, পুলিশ ও প্রশানের উদাসীনতায় নিষিদ্ধ শব্দবাজি ফেটেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, পুজো সুষ্ঠুমতো হয়েছে। ভক্তদের সহায়তায় কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। শব্দবাজির বিরুদ্ধেও অভিযান চলেছে। কাজেই, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।
  • Link to this news (বর্তমান)