• ডালখোলায় ছটপুজোয় এবার নজর কেড়েছে বারাণসীর মতো গঙ্গার আরতি
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • কাজল মণ্ডল  ইসলামপুর

    দুর্গাপুজো, কালীপুজো শেষে এবার ছটপুজোয় মেতে উঠল ডালখোলা। সোমবার ডালখোলায় একাধিক ঘাটে ছটব্রতীরা পুজো দেন। এর মধ্যে অন্যতম ডালখোলার হনুমান টোলা সংলগ্ন রেলওয়ের ১২ নং ব্রিজ। প্রতিবছরের মতো এবারও সেখানে ছটপুজোর ব্যবস্থা করেছে হনুমান টোলা (এইচটি) অর্গানাইজেশন। তাদের বিশেষ আকর্ষণ বারাণসীর গঙ্গা আরতি। আরতি করতে বারাণসী থেকে পাঁচজনকে নিয়ে এসেছেন আয়োজকরা। সোমবার সূর্যাস্তের সময় আরতি হয়েছে। তা দেখতে দর্শনার্থীর ঢল নামে।

    বিহার লাগোয়া ডালখোলায় প্রচুর হিন্দিভাষী মানুষের বসবাস। তবে, এই পুজো এখন হিন্দিভাষীদের মধ্যে সীমাবদ্ধ নেই, বাঙালিরাও শামিল হন। 

    হনুমান টোলা অর্গানাইজেশনের সভাপতি সোনু চৌধুরী বলেন, ছট মাইয়া সবার মনস্কামনা পূরণ করুক, এটাই কামনা। রেললাইনের ১২ নং ব্রিজ এলাকায় আমরা প্রতিবছর ছটপুজোর ব্যবস্থা করি। ব্রতীদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সবার জায়গার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আমরা লক্ষ্য রাখি। 

    সোনুর সংযোজন, এবারই প্রথম বারাণসী থেকে লোক আনা হয়েছে আরতি করার জন্য। সন্ধ্যায় ও ভোরে আরতি হয়েছে। এবার ২৫০টি বিভিন্ন ফুল গাছের চারা বিলি হয়েছে। সকলের জন্য প্রসাদেরও ব্যবস্থা ছিল।

    কমিটির সম্পাদক গোপাল পাসওয়ান ও কোষাধ্যক্ষ পাণ্ডব পাসওয়ান বলেন, ছটপুজোর আগে পুলিশ প্রশাসন, আরপিএফের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে যে সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছিল, তা আমরা পালন করেছি। রেল লাইনে কিংবা রেললাইন ঘেঁষে যাতে জমায়েত না হয়, সেদিকে আমরা কড়া নজরদারি চালিয়েছি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)