বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ঘূর্ণিঝড় ‘মন-থা’র পরোক্ষ প্রভাবের দোসর পশ্চিমীঝঞ্ঝা! তাই চলতি সপ্তাহের মাঝামাঝি সময় আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে। বিক্ষপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া চলার পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টিও হবে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত চলবে এমন আবহাওয়া। ইতিমধ্যে এনিয়ে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে সিকিম আবহাওয়া দপ্তর। এনিয়ে নড়েচড়ে বসেছে মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’। তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে পাহাড় ও সমতলের প্রতিটি জেলাকে সতর্ক করেছে। বাসিন্দাদের সচেতন করতে পাহাড়ের ধস প্রবণ, আর সমতলে নদী সংলগ্ন গ্রামে মাইকিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ঘূর্ণিঝড় মন-থা’র পরোক্ষ প্রভাব উত্তরবঙ্গে পড়বে। সেই সঙ্গে পশ্চিমীঝঞ্ঝা রয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা পর উত্তরবঙ্গে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিন দিন কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া চলার, আবার কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরকন্যার বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের এক ডেপুটি সেক্রেটারি জানান, আবহাওয়া দপ্তরের ওই পূর্বাভাস মিলেছে। সেই মতো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ সহ দুই দিনাজপুরের জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। প্রতিটি জেলাতেই কিউআরটি সহ সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার, উদ্ধারকারী দল, রেসকিউ ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। নদী তীরবর্তী গ্রামের এবং পাহাড়ের ধস প্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য আবহাওয়ার গতিবিধি নিয়ে মাইকিং করা হবে।
সোমবারই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের আকাশে মেঘের আনাগোনা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরে। একই সঙ্গে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া চলবে। এজন্য হলুদ সংকেত জারি করা হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দিনই মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকৃতির রোষের মুখে পড়ে উত্তরবঙ্গ। ৪ অক্টোবর পাহাড় ও সমতলে প্রবল বর্ষণ, নদীর জলস্ফীতি ও পাহাড়ে নামে ধস। তাতে বেশকিছু লোকের মৃত্যু হয়। পাহাড় ও সমতলের বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়। সেই রোষ কাটতে না কাটতেই মাসের শেষে ফের বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস মেলায় স্থানীয়রা আতঙ্কিত।