• মদের আসর থেকে নিখোঁজ যুবক, রণডিহায় বাড়ছে রহস্য
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, মানকর: দামোদরের ধারে মদের আসর থেকে ঘরের ছেলে ঘরে ফেরেনি। এনিয়ে যুবকের পরিবার উদ্বিগ্ন। নিখোঁজ যুবক গৌতম বাগদি। গৌতমের বাড়ি বুদবুদ থানার রণডিহায়। শুক্রবার রাতের ঘটনা। কিন্তু মদের আসর শেষে অন্যরা বাড়ি ফিরে গেলেও ফেরেনি গৌতম। সোমবার বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় ওই যুবকের পরিবার রণডিহা থানায় নিখোঁজের ডায়েরি করে।    

    নিখোঁজ ব্যক্তির দাদা বুদ্ধদেব বাগদি বলেন, ভাইকে শুক্রবার রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একই গ্যাস ডিলারের অধীনে সিলিন্ডার সরবরাহের কাজ করি। গ্রামেরই একটি ছেলে ভাইকে ডেকে নিয়ে গিয়েছিল। ওই ছেলেটিও আমাদের সঙ্গেই কাজ করে। সেদিন দুপুরের দিকে ভাই বেরিয়ে গিয়েছিল। তারপর থেকে আর কোনও খোঁজ পাচ্ছি না। ভাইয়ের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, ভাইয়ের এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছেন। ছেলের বয়স এখনও এক বছরও হয়নি। আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছি। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, পুলিশ গৌতমের মোবাইলের লোকেশনে নজর রাখছে। ফোনটি বন্ধ থাকায় সমস্যা হলেও বাঁকুড়া জেলায় একবার ফোন অন হয়েছিল।  এদিকে, ঘটনার কথা জানতে পেরেই পুলিশ সোমবার রণডিহায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। যে বন্ধু গৌতমকে ডেকে নিয়ে গিয়েছিল তাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দেখা গিয়েছে, ওই বন্ধুর মাথার উপরের অংশ ফেটে গিয়েছে। কীভাবে মাথায় চোট পেল সে, পুলিশের এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি ওই যুবক। ফলে সন্দেহ ক্রমশই দানা বাঁধছে। 

    সূত্র মারফত পুলিশ জানতে পারে, রণডিহার কাছে শালডাঙায় রাত দশটা নাগাদ গৌতমকে ওদিন দেখা গিয়েছিল। কিন্তু তারপর ওই যুবকের আর হদিশ মিলছে না। মদের আসরে বন্ধুদের সঙ্গে হাতাহাতি, মনোমালিন্য সহ বিভিন্ন কারণ অনুমান করছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা কৌশিক মাজি বলেন, দামোদরের ধারে মদের আসরে গিয়েছিল ছেলেটি। প্রতি বছর দামোদরের জলে ডুবে মৃত্যু ঘটছে অনেকের। এলাকায় অবৈধ বালির গাড়িও চলছে। পুলিশের নজরদারি বাড়ানো দরকার। নিয়মিত টহল দেওয়া উচিত ওই এলাকায়। • গৌতম বাগদি
  • Link to this news (বর্তমান)