সংবাদদাতা, বালুরঘাট: পুজোর ছুটিতে ভূমিদপ্তরের অভিযান কার্যত নেই বললেই চলে। সেই সুযোগে বালুরঘাটের আত্রেয়ী নদী থেকে দেদারে চলছে বালি চুরি। রাতেই শুধু নয়, দিনেও নদীতে নৌকা এবং ট্রাক্টর নামিয়ে বালি তোলা হচ্ছে। অভিযোগ, পতিরাম থানার হরিহরপুরে দুর্ভেদ্য জায়গায় আবার রিং বাঁধ বানিয়ে ট্রাক্টর নামানো হচ্ছে। জমির ফসল নষ্ট করে আর্থমুভার নামিয়ে রিং বাঁধ তৈরি হচ্ছে। প্রতিবাদ করলে হুমকিও দিচ্ছে মাফিয়ারা। প্রশাসনের দাবি, ছুটি শেষেই আধিকারিক ও কর্মীদের অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, অবৈধভাবে বালি তোলা রুখতে দক্ষিণ দিনাজপুর জেলার ৪১টি নদী ঘাটকে চিহ্নিত করে লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে।
অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ বলেন, বালি চুরি রুখতে প্রশাসনের তরফে লাগাতার অভিযান চালানো হয়। বেআইনিভাবে কখনই বালি তোলা যাবে না। জেলাজুড়ে ৪১টি নদী ঘাটকে চিহ্নিত করা হয়েছে। লিজ দেওয়ার জন্য রাজ্যে পাঠানো হয়েছে। সামনেই বৈঠক রয়েছে। সেখানে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পতিরাম থানার হরিহরপুরে বালি চুরি নতুন বিষয় নয়। মাস চারেক আগে ওই জায়গায় রিং বাঁধ দিয়েছিল মাফিয়ারা। জঙ্গলের ভিতর দিয়ে নদীতে ট্রাক্টর নিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়েছিল। খবর পেয়ে বালুরঘাট ভূমিদপ্তরের আধিকারিকরা অভিযান চালান। সেইবার রিং বাঁধ ভেঙে দেওয়া হয়েছিল। স্থানীয়দের বক্তব্য, পুজোর আগে থেকেই ছুটি এবং নানা কারণে ভূমিদপ্তরের অভিযান সেভাবে আর হচ্ছে না। ফলে বালি চুরি চলছেই। মাফিয়াদের ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, অবৈধভাবে বালি চুরি হচ্ছে। আমাদের ফসল নষ্ট হচ্ছে। জল পেতেও সমস্যা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে হুমকি আসছে। আমরা খুবই চিন্তায় আছি।-বালুরঘাটে আত্রেয়ী নদী থেকে বালি তোলা হচ্ছে।-নিজস্ব চিত্র