• বেলডাঙায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, পথ অবরোধ
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়কে বেলডাঙার ভাবতায় একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম আলি মর্তুজা শেখ(৬২)। ওই বৃদ্ধ বাইকের পিছনের সিটে বসে ছিলেন। বাইক চালাচ্ছিলেন মৃতের ভাই সায়েদ শেখ। তিনিও জখম হয়েছেন। তাঁদের বাড়ি বেলডাঙা থানার দেবপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় বাইক চালককে উদ্ধার করা হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় সড়কের উপর বেলডাঙা থানার ভাবতা রেলগেট এলাকায় ফ্লাইওভার তৈরির কাজ শুরু হয়েছে। সেই কারণেই বারবার একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় ক্ষিপ্ত হন সাধারণ মানুষ। তাঁরা সুষ্ঠু ট্রাফিক পরিচালনা ও দ্রুত ফ্লাইওভারের কাজ শেষ করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। কলকাতা ও উত্তরগবঙ্গগামী দুই লেনেরই যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বেলডাঙা থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুই ভাই একটি বাইকে করে বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙার দিকে যাচ্ছিলেন। ভাবতা রেলগেট পার হওয়ার পর কৃষ্ণনগরগামী একটি লরি পিছন থেকে তাঁদের বাইকে ধাক্কা মেরে চলে যায়। তাঁরা দু’জ঩নই গুরুতর জখম হন। স্থানীয় মানুষ ও পুলিশ দু’জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসক আলি মর্তুজাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী মনোহরা বিবি বলেন, ওর ভাইয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। মৃতের অপর এক আত্মীয় মনসুর আলি বলেন, পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
  • Link to this news (বর্তমান)