• একমাস ধরে উৎপাত, ঘুমপাড়ানি গুলিতে কাবু হনুমান
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি,  পুরুলিয়া: আড়ষায় প্রায় একমাস ধরে উৎপাত চালানোর পর ঘুমপাড়ানি গুলিতে কাবু হল অবাধ্য হনুমান। সোমবার দুপুরে বনদপ্তরের স্পেশাল ট্রাঙ্কুলাইজ টিমের সৌজন্যে হনুমানটি ধরা সম্ভব হয়েছে। সেটি ধরা পড়তেই আড়ষা রেঞ্জের বনকর্মীদের পাশাপাশি বেলডি পঞ্চায়েতের তুম্বা ঝালদার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

    ডিএফও অঞ্জন গুহ বলেন, হনুমানটিকে ট্রাঙ্কুলাইজ করতে বারবার চেষ্টা চালানো হলেও লাভ হচ্ছিল না। অবশেষে বর্ধমান থেকে আসা স্পেশাল টিমের সাহায্যে সেটিকে বাগে আনা সম্ভব হয়েছে। আপাতত ওই হনুমানকে চিকিৎসকের পরামর্শ মেনে পর্যবেক্ষণে রাখা হবে। দুর্গাপুজোর কয়েকদিন আগে থেকেই বেলডি পঞ্চায়েতের তুম্বা ঝালদা ও বামুনডিহা গ্রামে ওই হনুমানের উপদ্রব শুরু হয়েছিল। একসময় হনুমানটি তুম্বা ঝালদা গ্রামের লোকালয় লাগোয়া জঙ্গলে ঘাঁটি গাড়ে। এখনও পর্যন্ত দুই গ্রামে ১১জনের বেশি বাসিন্দা হনুমানের হামলায় জখম হয়েছেন। সেটি কাউকে সামনে পেলেই তেড়ে যেত। সুযোগ পেলেই কামড় বসাত। সেজন্য গ্রামবাসীরা লাঠিসোঁটা ছাড়া বাইরে বেরতেন না।

    গ্রামবাসীদের আবেদনে আড়ষা রেঞ্জের তরফে ওই এলাকায় খাঁচা পাতা হয়েছিল। তাতে হনুমান ধরা সম্ভব হয়নি। অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘুমপাড়ানি গুলি করে সেটিকে কাবু করা হল। গ্রামের বাসিন্দা বংশী মাহাতো বলেন, এবার খেতের পাকা ধান নিয়ে আর চিন্তা রইল না। তাড়াতাড়ি ধান কেটে ঘরে তোলা সম্ভব হবে। এদিন ভোর ৬টা থেকে বর্ধমানের স্পেশাল ট্রাঙ্কুলাইজ টিম ও আড়ষা রেঞ্জের বনকর্মীরা ময়দানে নামেন। টানা কয়েকঘণ্টার চেষ্টায় দুপুর নাগাদ সাফল্য আসে। বনদপ্তরের এক আধিকারিক জানান, প্রথমে একটি ঘুমপাড়ানি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। দ্বিতীয় চেষ্টায় সাফল্য আসে।

    বনদপ্তর সূত্রে খবর, আপাতত স্থানীয় রেঞ্জ অফিস চত্বরেই হনুমানটিকে পর্যবেক্ষণে রাখা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে সেটিকে সুরুলিয়া মিনি জু’তে পাঠিয়ে দেওয়া হতে পারে।
  • Link to this news (বর্তমান)