এসআইআর: দলের বিএলএ’দের বিশেষ প্রশিক্ষণ দেবে শাসকদল
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নজরে এসআইআর অর্থাৎ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন। সেক্ষেত্রে এবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক বিএলএ (বুথ লেবেল এজেন্ট)’দের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পথে হাঁটতে চলেছে। পাশাপাশি কর্মদক্ষতা এবং বিচক্ষণতার নিরিখে বেশকিছু বিএলএ পদে পরিবর্তন আনার কথাও ভাবা হচ্ছে বলেই দলীয় সূত্রে খবর। লক্ষ্য একটাই—পদ্ম শিবির যাতে কোনও প্রকার প্রভাব খাটিয়ে একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ দিতে না পারে। সেইসঙ্গে একজন ভূতুড়ে ভোটারের নাম যেন ভোটার তালিকায় স্থান না পায়। অন্যদিকে, পদ্ম শিবির অবশ্য চুপ করে বসে নেই। এসআইআরকে পাখির চোখ করে ইতিমধ্যে তারা তিন দফায় অধিকাংশ বিএলএদের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া সেরে নিয়েছে। পদ্ম নেতাদের দাবি, তৃণমূল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তা রুখতেই তাঁদের এই পরিকল্পনা।
সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাস থেকে এসআইআর শুরু হবে রাজ্যে।সেইমতো প্রশাসনিকস্তরে প্রস্তুতি তুঙ্গে। জেলাজুড়ে ভোটারদের ম্যাপিংয়ের কাজ করার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এসআইআর ইস্যুতে যুযুধান দু-পক্ষই কোমর বেঁধে আসরে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রতি বুথে একজন করে বিএলএ নিয়োগ করার ক্ষেত্রে রাজ্যের শাসকদল ইতিমধ্যে মাইলফলক ছুঁয়ে নিয়েছে। যদিও পদ্ম শিবির অবশ্য এখনও কিছুটা পিছিয়ে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোনও দলের একজন সমর্থকের নামও যাতে তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করতেই দুই রাজনৈতিক দলের নেতৃত্বরা মরিয়া হয়ে উঠেছেন। যদিও দু’পক্ষই দাবি করছে, এসআইআর হলে ভূতুড়ে ভোটার সহ মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়বে। এতে অবশ্য ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।
জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাত বলেন, ‘খুব শীঘ্রই বিএলএদের নিয়ে ব্লক ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আদপে কমিশনের গাইডলাইন অনুসারে সমস্ত প্রক্রিয়া চলছে কিনা, তা নিশ্চিত করতে বিএলএ’রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে বেশকিছু বিএলএ পরিবর্তন করা হতে পারে। আমরা চাই একজনও ভূতুড়ে কিংবা মৃত ভোটারের নাম যেন তালিকায় না থাকে।’ পুরুলিয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শংকর মাহাত বলেন, ‘এসআইআর ইস্যুতে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। তার বিরুদ্ধে আমরা পথে নামছি। আমাদের দলের তরফে অধিকাংশ বুথেই বিএলএ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি বুথগুলিতেও দ্রুত বিএলএ নিয়োগ করা হবে। ইতিমধ্যে তাঁদের কয়েক দফায় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর ঘোষণা হতেই প্রত্যেক বিএলএ কাজে ঝাপিয়ে পড়বেন।’