আদালতের কাজের জন্য অর্থ বরাদ্দ না করায় ক্ষুব্ধ হাইকোর্ট
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থের অভাবে কলকাতা হাইকোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। এতে রীতিমতো ক্ষুব্ধ উচ্চ আদালত। হাইকোর্টের হুঁশিয়ারি, এবার রিজার্ভ ব্যাঙ্কে থাকা রাজ্যের অ্যাকাউন্ট নম্বরই সিজ করার নির্দেশ দেওয়া হবে। এছাড়া এই মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
আদালতের উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য কেন অর্থ বরাদ্দ করছে না, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ডিভিশন বেঞ্চ। সোমবার শুনানিতে উঠে আসে তিনবছর ধরে আদালত সংক্রান্ত কাজে বিএসএনএলের বিল দেওয়া হয়নি। পাঁচ কোটি টাকার বেশি অর্থ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। একথা শোনার পরই বিচারপতিরা বলে ওঠেন, ‘গত তিনবছর ধরে বিল বকেয়া। রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? বিল না দেওয়ার কারণে বিএসএনএল যদি পরিষেবা বন্ধ করে দেয়, তখন কী হবে? তিনবছর যথেষ্ট সময়। বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি! মুখ্যসচিবকে বলুন, অ্যাকাউন্ট নম্বর দিতে। আমরা সিজ করার নির্দেশ দেব।’
আদালতে উপস্থিত অর্থদপ্তরের আধিকারিক জানান, রাজ্য দু-দিনের মধ্যে অর্ধেক টাকা মিটিয়ে দেবে। একথায় আশ্বস্ত হতে পারেননি বিচারপতিরা। রাজ্যের আইনজীবী বলেন, ‘একটু সময় দেওয়া হোক। বিলের ২.৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।’ রাজ্য জানায়, অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করবেন। তাই একটু সময় দেওয়া হোক। এর প্রেক্ষিতে আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি আগামী ১০ নভেম্বর।