নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: পাঁচতারা হোটেল ক্যাম্পাসে নাইট ক্লাব। সেখানে পার্টি করতে গিয়ে চূড়ান্ত হেনস্তা ও শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। এমনকি বাধা দিতে গেলে তরুণীর ভাইকে বোতল ও গ্লাস দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। রবিবার ভোররাতে সল্টলেকের ওই ঘটনায় নাম জড়িয়েছে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত নাসের খান সহ কয়েকজনের। এ ব্যাপারে ওই তরুণী নাসের সহ দু’জনের নামে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ক্লাবেই এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচতারা হোটেলের ক্যাম্পাসে থাকলেও, ইএম বাইপাস সংলগ্ন ওই ক্লাবের পরিচালন কর্তৃপক্ষ আলাদা। শনিবার রাতে ওই তরুণী, তাঁর স্বামী, ভাই ও বন্ধুরা মিলে পার্টি করতে এসেছিলেন। অভিযোগ, রবিবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ নাসের সহ কয়েকজন তাঁদের টেবিলের সামনে এসে গণ্ডগোল করে। সেই সময়ই ওই তরুণীর শ্লীলতাহানি করা হয়। তরুণী ১০০ ডায়াল করতে গেলে তাঁকে বাধা দিয়ে ফের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ! রবিবারই তরুণী অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগপত্রে, নাসেরকে পার্ক স্ট্রিটে অভিযুক্ত বলেও উল্লেখ করেছেন। এই অভিযোগের ব্যাপারে নাসির খানকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি যদি কিছু করে থাকি, তাহলে বিধাননগর কমিশনারেটের পুলিশ ও আপনারা খতিয়ে দেখুন। ঘটনার দিন আমি উপস্থিত থাকলে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ তো পাওয়া যাবে। আমার মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখুক। আর আমি কাউকে ফোনে হুমকি দিয়ে থাকলে, পুলিশ আমার ফোন চেক করুক। কেউ আমার নামে মিথ্যা অভিযোগ করলে অহেতুক আমাকে দোষী করবেন না। আমি ইতিমধ্যেই ১০ বছর জেল খেটে ফিরেছি। এখন সুস্থ জীবন যাপন করছি। অকারণে আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে।’ বিধাননগর কমিশনারেটের এক পদস্থ আধিকারিক বলেন, অভিযোগ দায়ের হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।