• পশ্চিমবঙ্গে হাসপাতালে প্রসব, টিকাকরণের হার ১০০ শতাংশ
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম জমানার তুলনায় মমতা জমানায় স্বাস্থ্যে বা঩জেট বরাদ্দ বেড়েছে ৫ গুণেরও বেশি। বাম বিদায়কালে, ২০১১-১২ অর্থবর্ষে বাংলার বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছিল ৩ হাজার ৯২৬ কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ১৪ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে সেই বরাদ্দ বেড়ে হয়েছে ২১ হাজার ৯৩৮ কোটি টাকা। ফলে ২০১১-১২ সালের তুলনায় ২০২৫-২৬ সালে বাজেট বেড়েছে ৫ গুণ! এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছে তৃণমূল। পোস্টে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিক এক্স হ্যান্ডেল পোস্টের উল্লেখ করে তথ্যগুলি জানানো হয়েছে। 

    স্বাস্থ্যদপ্তর এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছিল, গত ১৪ বছরে বাংলা উল্লেখযোগ্য উন্নতি করেছে শিশুস্বাস্থ্যে। যেমন, সর্বভারতীয় প্রেক্ষাপটে বাংলায় শিশুমৃত্যুর হার বা ইনফ্যান্ট মরটালিটি রেট (২৮ দিনের কমবয়সি শিশু) ২০১১ সালে ছিল ৩২। অর্থাৎ  প্রতি ১ হাজার প্রসবে মারা যেত ৩২ শিশু। তা কমে কমে এখন শিশুমৃত্যুর হার হয়েছে ১৭।  সদ্যোজাত শিশুমৃত্যুর হার বা নিওনেটাল মরটালিটি রেটও কমেছে। ২০১১ সালে তা ছিল ২২। এখন কমে হয়েছে ১৪। 

    স্বাস্থ্যদপ্তরের পোস্টকে উদ্ধৃত করে তৃণমূল কংগ্রেস যে এক্স হ্যান্ডেল বার্তা দিয়েছে, তাতে আরও বলা হয়েছে, সার্বিক টিকাকরণের হার আগে ছিল ৮০ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ১০০ শতাংশ। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ২০১১-১২ অর্থবর্ষে ছিল ৬৮.১০ শতাংশ। এখন তাও বেড়ে হয়েছে প্রায় ১০০ শতাংশ—৯৯.৫ শতাংশ! 

    গত ১৪ বছরে ১৭টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, সদ্যোজাত শিশু চিকিৎসায় ১২টি নিকু, ২১টি একটু বড়ো বাচ্চাদের চিকিৎসার পিকু, ৭১টি এসএনসিইউ এবং ২৮৬টি সিক নিওনেটাল স্টেবিলাইজেশন ইউনিট তৈরি হয়েছে। শিশুসাথি প্রকল্পে ৩২ হাজার বাচ্চার জন্মগত হার্টের অসুখ, ক্লাবফুট, ক্লেপ্ট লিপ, প্যালেট ইত্যাদি অপারেশন করা হয়েছে। এসবই হয়েছে গত ১৪ বছরের মমতা জমানায়। পোস্টে এমনই জানিয়েছে তৃণমূল।
  • Link to this news (বর্তমান)