ছেলের বিয়ের পরের দিন দেগঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে চুরি, চাঞ্চল্য
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছেলের বিয়ে হয়েছিল শুক্রবার। শনিবার ছিল বউভাতের অনুষ্ঠান। তার একদিন পরেই, রবিবার রাতে চুরি হল দেগঙ্গার ব্যবসায়ী মোসলেম মণ্ডলের বাড়িতে। ঘরের তিনটি আলমারি ভেঙে সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, ১৫০ গ্রাম সোনার গয়না সহ প্রায় ছ’লক্ষ টাকা খোয়া গিয়েছে। ছেলের বিয়ের একদিন পরেই এমন চুরির ঘটনায় আতঙ্কিত পরিবারের লোকজন। ঘটনাটি দেগঙ্গার চৌরাশী পঞ্চায়েতের দক্ষিণ মাটিকুমড়া এলাকার। সোমবার সকালে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোসলেম। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
জানা গিয়েছে, রাস্তার ধারে মোসলেম মণ্ডলের দোতলা বাড়ি। ছেলের বিয়ে উপলক্ষে বাড়ি রং করার জন বাঁশের মাচা করা ছিল। তা এখনও খোলা হয়নি। বাড়ির সামনে একটি গাছ আছে। বাড়ির নীচের গেট ছিল তালাবন্ধ। গাছ বা বাঁশের মাচা দিয়ে সম্ভবত চোরের দল ব্যবসায়ীর বাড়ির ছাদে উঠেছিল। তারপর জানলা দিয়ে কিছু স্প্রে করে উপরের তলায় থাকা মোসলেম ও স্ত্রীকে অচৈতন্য করে বাড়িতে লুটপাট চালায় বলে অভিযোগ পরিবারের।
ব্যবসায়ী মোসলেম মণ্ডল বলেন, ভোরের দিকে উঠে হাঁটতে গিয়ে পায়ে কিছু একটা বাঁধে। ঘরের আলো জ্বালাতেই দেখি আলমারি ভাঙা। জিনিসপত্র লণ্ডভণ্ড। ৬ লক্ষ নগদ টাকা ও ১৫০ গ্রাম সোনার গয়না খোয়া গিয়েছে। ছেলের বিয়ের জিনিস আমার ঘরেই ছিল। দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, চুরির একটা অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।