• কসবায় ফ্ল্যাটের দখল নিতে গিয়ে ছেলে-মেয়ে সহ ধৃত রাকেশ সিং
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কসবায় ডাকাতি, খুনের চেষ্টা, অস্ত্র আইনের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতা পুলিশের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা প্রধান তথা অতিরিক্ত পুলিশ কমিশনার-২ প্রণব কুমার জানান, ‘রাকেশ সিং ও তাঁর ছেলে-মেয়েকে গ্রেফতার করা হয়েছে।’

    প্রাথমিক তদন্তের ভিত্তিতে কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ ছেলে-মেয়ে সহ দলবল নিয়ে কসবার একটি বহুতলের বিতর্কিত দুটি ফ্ল্যাটের দখল নিতে এসেছিলেন রাকেশ সিং। ফ্ল্যাটের মালিক তথা স্থানীয় একটি পানশালার মালিক সপ্তর্ষি খানের অভিযোগ, বাধা দিতে গেলে রাকেশ সিং দলবল নিয়ে তাঁদের উপর চড়াও হয়। এমনকি রাকেশ আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্রের সাহায্যে আমার বাবাকে খুন করার চেষ্টা করেছে। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় আমার বাবাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ছেলে-মেয়ে সহ রাকেশ সিংকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ মঙ্গলবার দুপুরে আলিপুর আদালতে তোলার কথা রয়েছে। এই ঘটনায় এখনও বেশ কয়েকজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটা সময় এই বিতর্কিত ফ্ল্যাট বিজেপি নেতা রাকেশ সিংয়ের দখলে ছিল। দীর্ঘদিন ধরেই  বিতর্কিত  ফ্ল্যাটের দখলদারি নিয়ে রাকেশ সিংয়ের সঙ্গে ওই পানশালার মালিকের সঙ্গে লড়াই চলছিল।   

    মামলার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে রাকেশ শিবিরের দাবি, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে একাধিকবার রাকেশ সিংকে মিথ্যা মামলায় ফাঁসানোর নজির রয়েছে। এক্ষেত্রেও মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেই মনে হয়। 
  • Link to this news (বর্তমান)