রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে বালিগঞ্জের পেয়ারাবাগান বস্তিতে আগুন, গুরুতর জখম ২
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালিগঞ্জের ঘিঞ্জি এলাকা পেয়ারাবাগান বস্তিতে আগুন লেগে জখম হলেন ছ’জন। জখমদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাঁরা বর্তমানে এস এস কে এম হাসপাতালে চিকিসাধীন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুর ২টো নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানতে পেরেছে, বস্তির একটি ঘরে কোনওভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার ‘লিক’ করে এদিন আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ঘরে। এই অগ্নিকাণ্ডকে ঘিরে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বাসিন্দাদের মধ্যে। যার জেরে পড়ে গিয়ে কয়েকজন বাসিন্দা জখম হয়েছেন। জখম বাসিন্দারা হলেন, সুপর্ণা চক্রবর্তী (৫১), শকুন্তলা জানা (৫৬), শুভজিৎ অধিকারী (২৪), শম্পা মণ্ডল (৩৫), রঘু মণ্ডল (৩৫) এবং রাজু মণ্ডল (২৬)। তাঁদের মধ্যে দুই প্রৌঢ়া গুরুতর জখম অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন।
পেয়ারাবাগান বস্তির এক বাসিন্দার কথায়, ‘এদিন দুপুর ২টো নাগাদ আচমকা চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসি। দেখি, মানুষজন আগুন আগুন বলে চিৎকার করে আতঙ্কে ছোটাছুটি করছে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কয়েকজন ঘরের মধ্যেই আটকে পড়েন। খবর পেয়ে দমকল আসার আগেই অবশ্য আমরা আগুন নিভিয়ে ফেলি।’ এই ঘটনার পর বস্তির উত্তেজিত বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দেয় বালিগঞ্জ থানার পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, প্রাথমিকভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লেগেছে বলে মনে করা হলেও, নিশ্চিত হতে ফরেন্সিক বিশেষজ্ঞদের তলব করা হয়েছে। আজ, মঙ্গলবার তাঁদের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি দমকলও ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত এই ঘটনায় বালিগঞ্জ থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। -নিজস্ব চিত্র