• একশো দিনের বকেয়া টাকা না মেটালে ফের দিল্লি গিয়ে আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারকে রাজ্যের ১০০ দিনের বকেয়া অর্থ মেটাতে হবে। কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে কেন্দ্রকে। না হলে ফের দিল্লি গিয়ে প্রতিবাদ কর্মসূচি, আন্দোলন করা হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ তুলে এই হুঁশিয়ারি দিয়েছেন।

    ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের। বকেয়া টাকা দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকেই বহাল রেখেছে শীর্ষ আদালত। ফলে বঙ্গ বিধানসভা ভোটের আগেই বাংলায় ফের ১০০ দিনের কাজ চালু হতে চলেছে। যা বড় জয় রাজ্য সরকারের কাছে। আর এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারকে সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, “বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার।” শুধু তাই নয়, এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলেও উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • Link to this news (প্রতিদিন)