• উপকূল থেকে কত দূরে ‘মান্থা’? ল্যান্ডফল কখন? জেনে নিন আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট
    এই সময় | ২৮ অক্টোবর ২০২৫
  • প্রচুর জলীয়বাষ্প সঞ্চয় করে ক্রমশই উপকূলের দিকে এগোচ্ছে ‘মান্থা’। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া থেকে ‘মান্থা’ ৪৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ ‘মান্থা’ ‘সিভিয়ার সাইক্লোন’-এ পরিণত হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার সকালে ‘মান্থা’র অবস্থান কাঁকিনাড়া থেকে ৩১৫ কিলোমিটার, মছলিপত্তনম থেকে ২৪৫ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৩৮৫ কিলোমিটার দূরে।

    গত ছ’ঘণ্টায় ‘মান্থা’র গতিবেগেও বড় পরিবর্তন হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৮ কিলোমিটার থেকে কমে ১৫ কিলোমিটার হয়েছে। সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে ঘূর্ণিঝড়ের আজ সন্ধের পরেই ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের বর্তমান পরিস্থিতি দেখে আবহাওয়াবিদদের ধারণা ‘মান্থা’র অভিমুখ পরিবর্তনের আর বিশেষ সম্ভাবনা নেই। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম উপকূলের মাঝখানে কোথাও ‘মান্থা’র ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ উত্তাল থাকবে সমুদ্র। আগামী ৩০ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওডিশা এবং অন্ধপ্রদেশের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    ‘মান্থা’র প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

    শুক্রবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু হওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের বাতাস পুরোপুরি জলীয়বাষ্পমুক্ত হতে আরও কয়েকদিন সময় লাগবে। বাতাস থেকে জলীয়বাষ্প কমলেই ফিরবে হেমন্তের পরশ।

    উত্তরবঙ্গে ‘মান্থা’র প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ৩০ অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। ৩১ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)