আজ থেকে পশ্চিমবাংলায় লাগু হতে চলেছে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রক্রিয়া SIR। ইতিমধ্যেই দিকে দিকে ভুয়ো ভোটার তত্ত্বে জোর দিয়ে গলা ফাটাতে শোনা যাচ্ছে বিরোধী বিজেপি শিবিরকে। বিজেপির দাবি, এই রাজ্যে প্রচুর অনুপ্রবেশকারীর নাম পশ্চিম বাংলার ভোটার হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এস.আই.আর-এর ফলে তা বাদ হতে চলেছে বলে দাবি তাদের। সেই কথাই শোনা গেল এ দিন বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারের গলাতেও। বাঁকুড়া বিধানসভার অন্তর্গত আন্দারথোল অঞ্চলের শ্যামপুর গ্রামের ২৮৫ নম্বর বুথে পাঁচ জন মুসলিম ভোটারের নাম অন্তর্ভুক্তি নিয়ে চাঞ্চল্য।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় বেলেঘাটার ব্যবসায়ীর বাড়ি-সহ কলকাতার ৬ জায়গায় চালানো হচ্ছে তল্লাশি।
জামাইকার উপকূলে ২৮২ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন ‘মেলিসা’। আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, মেলিসার সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) — যা ক্যাটাগরি-৫ মাত্রার (হারিকেনের সর্বোচ্চ স্তর)। হ্যারিকেন ‘মেলিসা’ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। মঙ্গলবার সকালে জামাইকার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি হতে পারে ২০২৫ সালের সবচেয়ে ভয়ংকর হ্যারিকেন। প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস নিয়ে জামাইকায় আছড়ে পড়তে চলেছে। 'মেলিসার' গতিবেগ তুলনামূলক ধীর হওয়ায় তা দীর্ঘ সময় ধরে ভারি বৃষ্টিপাত ঘটাতে পারে। যার ফলে ব্যাপক বন্যা ও ধসের ঝুঁকি বাড়বে। মেলিসা বর্তমানে রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং তা ঘণ্টায় ৩ মাইল (৬ কিলোমিটার) গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিমমুখী হয়ে অগ্রসর হচ্ছে।
হাওড়া লিলুয়ায় একটি আবাসনে আবাসিকদের মধ্যে ঝামেলা। অভিযোগ এক আইনজীবীকে মারধর করা হয়। ছটপুজো উপলক্ষে জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করাতে চেম্বারে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। রাজেশ আগরওয়াল নামে ওই আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন।মারধরের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে।
ছট পূণ্যার্থীদের ছটপুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গঙ্গার ঘাটে সকাল থেকে ছট পূণ্যার্থীদের ভিড়। সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য অর্পণ করে ছটপুজো সম্পন্ন করছেন পূণ্যার্থীরা।
আবহবিদরা জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেলের পর যে কোনও সময়ে ‘মান্থা’ অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে ‘তীব্র ঘূর্ণিঝড়’ হিসেবে আছড়ে পড়বে। সেই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হবে। সতর্কতা জারি অন্ধ্র ও ওডিশায়। ‘মান্থা’র ‘আফটার এফেক্ট’ নিয়ে সতর্ক বাংলাও।