নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন-থা’র প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, চেন্নাইসহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে কলকাতায়ও। মঙ্গলবার শহরজুড়ে শুরু হতে পারে টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দুপুর-বিকেলের পর থেকেই ভিজতে পারে শহর।হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। পাশাপাশি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.৪ ডিগ্রি বেশি।
অন্যদিকে, মন-থা নিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমি বেগে বাতাস বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।