• গুজবে কান না দিয়ে সাবধানে ছট পুজো করার পরামর্শ মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২৮ অক্টোবর ২০২৫
  • গুজব বা প্ররোচনায় কান না দিয়ে সকলকে সাবধানে ছট উৎসব পালনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছটপুজোর উদ্বোধনে গিয়ে তাঁর পরামর্শ, কেউ গণ্ডগোলের খবর দিলে তাতে কেউ কান দেবেন না। একজন দৌড়ে গেলে ৫০ জন দৌড়ে যায়। এতে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কার্যত উত্তরপ্রদেশের কুম্ভ মেলার পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়েই বাংলার ছট পুজোর সতর্কতার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

    সোমবার প্রথমে তক্তাঘাটে যান মমতা। তারপর সেখান থেকে হেঁটে যান দইঘাটে। সেখানেই শহরের সব থেকে বড় ছট পুজোর আয়োজন করা হয়। এদিন ভার্চুয়ালি শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক জায়গার ছট পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সকলকে ছট উৎসবের শুভেচ্ছা জানিয়ে মমতা সতর্ক করে দেন, হোল্ডিং এরিয়া শক্তপোক্ত করতে হবে। কোনওভাবে যাতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি না হয়। এই নিয়ে তাঁর ভীতির কথাও জানান মমতা। ছটব্রতীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ধীরে ধীরে তাঁরা যেন গঙ্গায় যান ও সাবধানে ফিরে আসেন। একসঙ্গে সবাই যেন গঙ্গায় না নামেন। একটি দল ফিরে আসার পরেই যেন অন্য দল গঙ্গায় যান সেই খেয়াল রাখতে হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও আধিকারিকদের এবিষয়ে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মহিলা ও শিশুদের বিষয়েও সতর্ক করে দেন তিনি।

    দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পরে এবার ছট পুজোয় নিজের লেখা ও সুর দেওয়া গানের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টে তিনি লেখেন, সবাইকে ছট পুজোর শুভেচ্ছা। ছটী মা সবাইকে সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য দান করুন। ছট উপলক্ষে মমতার লেখা গানটি গেয়েছেন অরিত্র দাশগুপ্ত।

    ছট পুজোর উদ্বোধনে মমতা জানিয়েছেন, রাজ্যেও ছটপুজোর জৌলুস কম নয়। ছটের জন্য রাজ্যে ২ দিন ছুটি দেওয়া হয়। ছটপুজো সহজ নয়, বিকেলে গঙ্গায় পুজো সেরে ফের পরেরদিন সকালে সূর্য দেবতার পুজোর জন্য আসতে হয়। ৩৬ ঘণ্টা ছটব্রতীদের উপোস করে থাকতে হয়। উপোস করে যারা দণ্ডী কাটেন তাঁদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী। ছট পুজোর প্রসাদ ঠেকুয়া প্রসঙ্গে মমতা জানান, তিনি ছটপুজোর পরে ঠেকুয়া প্রসাদ পান।

    মমতা আরও জানিয়েছেন, সরকারের তরফে শহরের সব ঘাটকে সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গঙ্গা ও বিভিন্ন পুকুর সহ স্থায়ী–অস্থায়ী মিলিয়ে ছটপুজোর জন্য মোট ১৫৩টি ঘাট প্রস্তুত করা হয়েছে। এছাড়াও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি শহরের ১৩টি জায়গায় ২৯টি ঘাটে ছটপুজোর বন্দোবস্ত করেছে। এসব ঘাটে মহিলাদের জন্য বায়ো টয়লেট ও জামা–কাপড় ছাড়ার জায়গা করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)