• সোনারপুরের সেই শুল্ক আধিকারিকের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ
    দৈনিক স্টেটসম্যান | ২৮ অক্টোবর ২০২৫
  • সোনারপুরের সেই আক্রান্ত শুল্ক দপ্তরের আধিকারিক প্রদীপ কুমারের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় মূল অভিযুক্ত অটোচালকের মাকে শ্লীলতাহানি করার অভিযোগে প্রদীপের বিরুদ্ধে বারুইপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অটোচালক ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে পুলিশ।

    শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রদীপের সঙ্গে একটি অটোচালকের ঝামেলা হয়। সেই ঝামেলা গড়ায় হাতাহাতি পর্যন্ত। সেই সময়ের জন্য ঝামেলা মিটে গেলেও সেদিন রাতেই প্রদীপের ফ্ল্যাটে হামলা চালান অটোচালক ও তাঁর দলবল। ফ্ল্যাটের দরজা ভেঙে স্ত্রী, সন্তানের সামনে শুল্ক আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্ত্রী–সন্তানকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে অটোচালক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই তদন্তে নেমে অটোচালক সহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের জামিন মঞ্জুর করে বারুইপুর আদালত। এবার আক্রান্ত সেই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুরকাণ্ডে এখনও পর্যন্ত দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। শুল্ক আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে মারধর, ভাঙচুর ও তাণ্ডব চালানোর ঘটনায় অটোচালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অন্য মামলায় অটোচালকের মাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে শুল্ক আধিকারিকের বিরুদ্ধে। পরে নতুন কোনও তথ্য এলে দুই মামলাতে ধারা পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)