• ‘মুম্বইকে গিলে ফেলবে’, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘অ্যানাকোন্ডা’র সঙ্গে তুলনা উদ্ধব ঠাকরের
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয়ংকর অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর অভিযোগ, অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বইকে পেঁচিয়ে ধরে গিলতে বসেছেন শাহ। ঠাকরের এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

    সোমবার শিবসেনা মুখপত্র সামনায় প্রকাশিত দুটি প্রতিবেদন তুলে ধরেন উদ্ধব। যার প্রথমটি ছিল কীভাবে বিদ্যুৎ গতিতে জমি দখল করে বিজেপি নতুন অফিস তৈরি করছে। এবং দ্বিতীয় প্রতিবেদন ছিল মুম্বইয়ের জিজামাতা পার্কে নতুন আনা অ্যানাকোন্ডা। এই দুইকে একত্রে মিলে শাহকে অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করেন উদ্ধব। তিনি বলেন, “যেভাবে অ্যানাকোন্ডা তার রাস্তায় আসা সমস্ত কিছু গিলে ফেলে, সেভাবেই মুম্বইকে গিলে ফেলতে চাইছে ওরা।” শুধু তাই নয়, এই বিজেপি নেতাদের আফগান হামলাকারী আহমেদ শাহ আবদালির সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, “আসল আবদালি আবার ফিরে এসেছে। এবার দিল্লি এবং গুজরাট থেকে। যদি তাঁরা আমাদের শহর দখলের চেষ্টা করে, তবে তাঁদের কবর তৈরি হবে আমাদের মাটিতেই।”

    শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ফের ভোটচুরির অভিযোগ তুলে সরব হন উদ্ধব। রীতিমতো ব্যঙ্গ করে তিনি বলেন, গণতন্ত্রে ভোটাররা সরকার নির্বাচন করেন, কিন্তু আজ সরকার ভোটারদের নির্বাচন করছে। সুর চড়িয়ে ঠাকরে বলেন, “ভুয়ো ভোটারদের অপব্যবহারের জন্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।” কমিশনকে সতর্ক করে ঠাকরে বলেন, “লোকসভা নির্বাচন জয়ের পর কেন্দ্রে সরকার গঠন করে আমরা নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং তাদের কাঠগড়ায় তুলব।”

    বিজেপির আত্মনির্ভর ভারত স্লোগানকে ভাঁওতা বলে কটাক্ষ করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, “বিজেপি আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিল, কিন্তু এখনও তারা স্বনির্ভর বিজেপি হতে পারেনি। কারণ তারা দল ভাঙায় এবং ভোট চুরি করে। বিজেপি স্বঘোষিত দেশপ্রেমিকদের একটি ভুয়ো রাজনৈতিক দল।”
  • Link to this news (প্রতিদিন)