কালীপুজোর পর ছটেও শব্দদানবের তাণ্ডব! বর্ধমানে তারস্বরে বাজল ডিজে বক্স
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
স্টাফ রিপোর্টার, বর্ধমান আসানসোল: কালীপুজোয় শব্দবাজির রোখা যায়নি। বিসর্জনে ডিজের তাণ্ডবও চলেছে। ছট পুজোতেও ডিজের দাপট অব্যাহত। সোমবার বিকেল থেকেই শহরে দাপিয়েছে বড় বড় পণ্যবাহী গাড়িতে বোঝাই করা ডিজে বক্স। প্রতিটি গাড়িতে অনেকগুলি করে ডিজে বক্স একসঙ্গে বেজেছে তারস্বরে। ছটপুজোতেও শব্দদানব রোখা গেল না বর্ধমান শহরে।
বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরেও জিটি রোড ধরে একের পর এক ডিজে বক্স বোঝাই গাড়ি যেতে দেখা গিয়েছে। দামোদর নদের ঘাট সংলগ্ন এলাকাগুলিতে ডিজের দাপটে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। দেখা গিয়েছে, একে ভিড়ের চাপা যাতায়াত করা কষ্টকর। তার উপর ডিজের শব্দে কেঁপে উঠেছেন অনেকেই। শিশুদের দুই কান বাবা-মায়েরা হাত দিয়ে চেপে ধরে কোথায় সরে যাবেন বুঝে উঠতে পারছিলেন না। তানিয়া সাউ নামে এক মহিলা বলেন, “উৎসবে সবাই আনন্দ করছে। ডিজের যা আওয়াজ বাচ্ছার কনের পর্দা ফেটে যাওয়ার অবস্থা। কান চেপে ধরে দূরে সরে যাচ্ছি।”
শহর সংলগ্ন পালা-শ্রীরামপুর এলাকাতেও দামোদর নদের ঘাটে যাওয়ার রাস্তাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। লাইন দিয়ে ভ্যান, পিকআপ ভ্যান, লরি, ট্রাক্টরের বোঝাই করে আনা হয়েছিল ডিজে বক্স। ডিজের তালে মত্ত যুবদের উল্লাস। আর ডিজের আওয়াজে কেঁপে কেঁপে উঠেছেন পথচলতি মানুষজন। সেখানে বয়স্ক ও শিশুদের নিয়ে সমস্যা পড়েন পুজো দিতে আসা মানুষজনও। গ্রামের বাসিন্দারাও শব্দের তাণ্ডবে তিতিবিরক্ত হয়ে ওঠেন। কিন্তু কেউ প্রতিবাদ করেননি।
এক বাসিন্দা বলেন, “প্রতিবাদ করতে গেলেই অশান্তি হবে। যেচে আর বিতর্কে কে জড়াতে চায় বলুন।” পুলিশ অবশ্য দাবি করেছে, শব্দ তাণ্ডব রুখতে পর্যাপ্ত ব্যবস্তা নেওয়া হয়।