• ছটপুজোর আনন্দ বদলে গেল বিষাদে! নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ ভাই
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • ধীমান রায়, কাটোয়া: ছটপুজোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে! মঙ্গলবার সকালে ছটে উপলক্ষে নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথী নদীতে তলিয়ে গেল দু’ভাই। একেবারে আত্মীয়-পরিজনদের চোখের সামনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ডুবে যাওয়া দুই তরুণের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

    জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে নিখোঁজ হয়েছেন বছর পঁচিশের শিবম সাউ ও ১৮ বছরের সুজন সাউ। সম্পর্কে তাঁরা তুতো ভাই। কাটোয়া ন্যাশনালপাড়ায় বাড়ি। মঙ্গলবার সকালে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কাটোয়ার দেবরাজঘাটে স্নান করতে এসেছিলেন শিবম, সুজন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ন্যাশনালপাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মনোজ সাউয়ের এক ছেলে ও এক মেয়ে। মনোজের ভাই রঞ্জিত সাউয়ের দুই ছেলের মধ্যে বড় সুজন। রঞ্জিত সাউ থাকেন মুর্শিদাবাদ জেলার সালারে। ছটপুজো উপলক্ষে বাড়ি এসেছিলেন। এদিন ভোর পাঁচটা নাগাদ ন্যাশানালপাড়ার ওই পরিবার-সহ বেশ কিছু পরিবার ছটপুজোর জন্য দেবরাজঘাটে স্নান করতে এসেছিলেন। একে একে সবাই স্নান করছিলেন। তখনই সুজন তলিয়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান শিবমও।

    কাছেই ছিলেন সুজন ও শিবমের কাকা প্রসেনজিৎ সাউ। তিনি বলেন, “আমি ওদের বাঁচানোর চেষ্টা করি। কিন্তু এতটাই স্রোত ছিল যে হাত ফসকে ওরা নদীতে তলিয়ে যায়। দুই ভাইপোই আমার চোখের সামনে ভেসে গেল।” ঘটনার পরেই নিখোঁজদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি-সহ বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা বিভাগের পাশাপাশি পুলিশের নজরদারি বোট তল্লাশি শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনার পর ন্যাশনালপাড়ায় শোকের আবহ। প্রচুর লোকজন ঘাটে জড়ো হয়ে যান। স্থানীয়দের একাংশের অভিযোগ, দেবরাজঘাট বরাবর বিপজ্জনক। কিন্তু প্রশাসন বা পুরসভা থেকে সেভাবে আগাম সতর্কতা নেওয়া হয়নি।
  • Link to this news (প্রতিদিন)