• জলদাপাড়ায় এখনও জারি ‘অপারেশন রাইনো’, আরও একটি গণ্ডারকে ঘরে ফিরিয়ে ‘হিরো’ বনদপ্তর
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: দুর্যোগের অতীত ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরেছে উত্তরবঙ্গ। স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। জলদাপাড়া-সহ সমস্ত পর্যটক কেন্দ্রগুলি ইতিমধ্যে খুলেও গিয়েছে। সেখানে পর্যটকরাও যেতে শুরু করেছেন। কিন্তু এখনও বন দফতরের মাথা ব্যাথার কারণ ‘ঘরছাড়া’ গণ্ডাররা। যদিও ইতিমধ্যে প্রবল বর্ষণ এবং ভুটান থেকে ধেয়ে আসা জলে ভেসে যাওয়া একাধিক গণ্ডারকে ইতিমধ্যে উদ্ধার করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। কিন্তু আধিকারিকরা বলছেন, এখনও শেষ হয়নি ‘অপারেশন রাইনো’। এই অভিযানের অংশ হিসাবে আরও একটি গণ্ডারকে জঙ্গলে ফেরাল বনদপ্তর। কোচবিহার থেকে গণ্ডারটিকে উদ্ধার করা হয় বলে খবর।

    জানা যায়, কোচবিহার থেকে উদ্ধার হওয়া গণ্ডারটিকে কাবু করতে প্রথমে ঘুম পাড়ানি গুলি করা হয়। এরপর গ্রিন করিডর করে সেটিকে জলদাপাড়ায় আনা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে রাতেই জলদাপাড়ায় ছাড়া হয় গণ্ডারটিকে। এই নিয়ে মোট ১১টি গণ্ডারকে উদ্ধার করল উদ্যান কর্তৃপক্ষ। বন আধিকারিকদের কথায়, আরও বেশ কয়েকটি গণ্ডার ঘর ছাড়া অবস্থায় রয়েছে। সেদিকে নজর রেখেই পাতলাখাওয়ায় আরও গণ্ডারের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

    বলে রাখা প্রয়োজন, গত ৫ অক্টোবর প্রবল বর্ষণে ভয়ংকর বন্যা পরিস্থিতি তৈরি হয়। জল ঢুকে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানেও। সেই সময় তোর্সার জলে ভেসে যায় একাধিক গণ্ডার। শুধু তাই নয়, বেশ কয়েকটি গণ্ডার আতঙ্কে লোকালয়ে ঢুকে পড়ে। এমনই সমস্ত ঘরহারা গণ্ডারকে ঘরে ফেরাতে বেশ কিছুদিন ধরেই অপারেশন রাইনো অভিযান চালাচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আধিকারিকদের কথায়, গত ১৩ দিনের মধ্যে ১০ টি গণ্ডারকে ঘরে ফেরানো হয়েছে। এর মধ্যে পাঁচটি গণ্ডারকে বিভিন্ন লোকালয় থেকে উদ্ধার করা হয়। এরপরেও গণ্ডারের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সোমবার ফের কোচবিহারের পাতলাখাওয়া এলাকা থেকে আরও এক গন্ডারকে ঘরে ফেরানো হল।
  • Link to this news (প্রতিদিন)