• বনগাঁয় ‘পুলিশ বন্ধু’ অ্যাপ চালু
    আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৫
  • থানার পরিষেবা এবং আরও কিছু সুবিধা সাধারণ মানুষ যাতে সহজে পেতে পারেন, সে জন্য বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে চালু হল ‘পুলিশ বন্ধু’ অ্যাপ। সোমবার নতুন ডিজিটাল এই পরিষেবার উদ্বোধন হয় বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমারের অফিসে। ঘরে বসে কোনও ফৌজদারি মামলার অগ্রগতি সম্পর্তে জানতে, তদন্তকারী অফিসারদের (আইও) সঙ্গে সহজে যোগাযোগ করতে বা বিভিন্ন সরকারি সুবিধা সম্পর্তে সহজে জানতে ওই অ্যাপ সহায়ক হবে বলে পুলিশের দাবি। তবে, কারও বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হলে তা অ্যাপের মাধ্যমে হবে না।

    এ দিনের অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, ডিআইজি (বারাসত রেঞ্জ) ভাস্কর মুখোপাধ্যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ। পুলিশ সুপারের দাবি, ‘‘এমন অ্যাপ দেশের মধ্যে এখানে প্রথম চালু হল।’’

    জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অ্যানড্রয়েড ফোনের ‘প্লে স্টোর’ থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এতে গুরুত্বপূর্ণ জরুরি ফোন নম্বর, সিনিয়র অফিসারদের সঙ্গে যোগাযোগের তথ্য, এমনকি, আবহাওয়ার তথ্যও জানা যাবে। এ ছাড়াও দুর্যোগ-সহ সে কোনও ধরনের আগাম সতর্কতা দেওয়া হবে। আইনি অধিকার সম্পর্কে জানা যাবে। সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও চলবে অ্যাপের মাধ্যমে। অ্যাপটিকে আরও উন্নত করার কাজও একইসঙ্গে চলছে।

    অ্যাপের সবচেয়ে বড় সুবিধা— অভিযোগকারীদের আর থানায় গিয়ে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। ঘরে বসেই তাঁরা প্রয়োজন মেটাতে পারবেন। মামলার বর্তমান অবস্থা, কতজন অভিযুক্ত গ্রেফতার সে সব জানতে পারবেন। নতুন তথ্য বা প্রমাণ থাকলে সরাসরি পুলিশের কাছে পাঠানোর সুযোগও থাকছে।

    এ দিন কয়েক জন অভিযোগকারী ওই অ্যাপের মাধ্যমে তাঁদের মামলার অগ্রগতি সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন। সাধারণ মানুষের কাছেও পুলিশের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। পুলিশ সুপার বলেন, ‘‘এই উদ্যোগে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমবে। সব কিছুই এখন হাতের মুঠোয়।”
  • Link to this news (আনন্দবাজার)