বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সংস্থার এক অধিকর্তাকে গ্রেফতার করল আর্থিক প্রতারণা দমন শাখা। রবিবার পুরুলিয়ার আদ্রা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুভাষ চক্রবর্তী। এর আগে এই মামলায় অভিযুক্ত সংস্থার ম্যানেজার দিগন্ত মৌলিককে গ্রেফতার করেন আর্থিক প্রতারণা দমন শাখার আধিকারিকেরা। সোমবার কলকাতা নগর দায়রা আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা এবং দায়রা আদালত সুভাষকে ৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে।
আদালত সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে, সুভাষ এই প্রতারণার মূল চক্রী। অভিযোগ, তাদের সংস্থায় টাকা লগ্নি করলে প্রতি মাসে চার শতাংশ হারে সুদ মিলবে, এই টোপ দিয়ে বহু লোকের কাছ থেকে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত মে মাসে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন কয়েক জন প্রতারিত।
এ দিন আদালতে সুভাষকে জামিন দেওয়ার আর্জি জানান তার আইনজীবী। বিচার ভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘‘এই প্রতারণার পিছনে একটি চক্র রয়েছে। তদন্তের স্বার্থে সুভাষকে আমরা জেল হেফাজতে পাঠানোর আর্জি জানাই। পরে প্রয়োজনে তাকে পুলিশি হেফাজতে পাঠানোর আর্জি জানানো হবে।’’ বিচারক সুভাষকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বলে খবর।