• আমেরিকার বাসিন্দাদের প্রতারণার মামলায় গ্রেফতার আরও এক
    আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৫
  • প্রযুক্তিগত সহায়তা দেওয়ার নাম করে আমেরিকার বাসিন্দাদের প্রতারণা করার ঘটনায় সেই দেশের গোয়েন্দা সংস্থা ফেডেরাল বুরো অব ইনভেস্টিগেশন বা এফ বি আই-এর দায়ের করা মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার থানা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আফতাব। সোমবার ভোরে তাকে তিলজলার সাপগাছি ফার্স্ট লেনের বাড়ি থেকে গ্রেফতার করেনসাইবার থানার আধিকারিকেরা।ধৃতের কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আফতাবকে সোমবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালত ৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

    গত মাসে সাইবার থানার গোয়েন্দারা শিয়ালদহের একটি বহুতলে হানা দিয়ে বেআইনি কল সেন্টার থেকে ১১ জনকে গ্রেফতার করেছিলেন।অভিযুক্তেরা এখানে বসে আমেরিকার বাসিন্দাদের প্রতারণা করত। এফ বি আই-এর তরফে কলকাতা পুলিশকে সেই তথ্য জানানো হয়েছিল। সপ্তাহ দুয়েক আগে ওই মামলার মূল অভিযুক্ত কেশব হোসেন এবং তার সঙ্গী মহম্মদ জিশান-সহ আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

    তদন্তকারীরা জানান, শিয়ালদহ থেকে ধৃত প্রতারকদের যোগাযোগ ছিল আফতাবের সঙ্গে। আমেরিকার বাসিন্দাদের প্রতারণা করার পরে সেই টাকা দিয়ে গিফট কার্ড কিনে তা ক্রিপ্টোকারেন্সিতে বদলে নিত আফতাব। পরে হুন্ডির মাধ্যমে তা তুলে দিত এ দেশে থাকা অন্য অভিযুক্তদের হাতে। ধৃতের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেটি থেকে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে প্রতারণার তিন-চার লক্ষ টাকা পেত আফতাব। গোয়েন্দারা জানিয়েছেন, প্রযুক্তিগত সহায়তার নাম করে আমেরিকার নাগরিকদের কম্পিউটারের দখল নিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিত অভিযুক্তেরা।

    এই মামলায় ইতিমধ্যে আমেরিকার বাসিন্দা, প্রতারিত এক মহিলা এফ বি আই-এর সাহায্যে ব্যাঙ্কশাল আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোপন জবানবন্দি দিয়েছেন। সূত্রের দাবি
  • Link to this news (আনন্দবাজার)