• শালিমার স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্মাণে ইয়ার্ডের সজ্জা বদল, বাতিল বহু ট্রেন
    আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৫
  • ইয়ার্ড সম্প্রসারণের কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশন থেকে বিভিন্ন দিনে একাধিক ট্রেন আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকছে। প্রায় ২০টি ট্রেনেরপরিষেবা ওই কাজের জন্য বাতিল করা হয়েছে বলে খবর। এ ছাড়া,বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

    রেল সূত্রে জানা যাচ্ছে, হাওড়া স্টেশনের উপর থেকে চাপ কমাতে দীর্ঘদিন ধরেই সাঁতরাগাছি এবং শালিমার স্টেশনকে পৃথক টার্মিনাল স্টেশন হিসাবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এই পরিকল্পনার অঙ্গ হিসাবে শালিমার স্টেশনে ১ থেকে ৩ নম্বর প্ল্যাটফর্মের পরে আরও দু’টি প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। এ ছাড়াও ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য পৃথক লাইন রাখা হবে।

    নতুন এই কাজের জন্য ইয়ার্ড সম্প্রসারণের কাজ জরুরি হয়ে পড়েছে। সেই লক্ষ্যে সদ্য ওই কাজ শুরু হয়েছে। ইয়ার্ড সম্প্রসারণ এবং তার সজ্জা বদলের জন্য বিভিন্ন দিনে মূলত সাপ্তাহিক এবং দ্বি-সাপ্তাহিক একাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট দিনে বাতিল করা হয়েছে নিয়মিত ট্রেনের যাত্রাও।

    পুরো কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের দু’টি গুরুত্বপূর্ণ ট্রেন, করমণ্ডল এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেসের টার্মিনাল বদল করে সেগুলিকে শালিমার থেকে ফের হাওড়ায় ফিরিয়ে আনা হয়েছে। ওই দুই ট্রেনের যাত্রা বাতিল করা হচ্ছে না। যাত্রীদের টিকিট সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা কাটাতে ইন্টারলকিংয়ের কাজ শুরু হওয়ার অনেক আগেই ওই দু’টি ট্রেনের টার্মিনাল বদল করা হয়েছে।

    অন্য যে সব ট্রেনের যাত্রা বিভিন্ন দিনে বাতিল থাকছে, তার মধ্যে রয়েছে শালিমার থেকে ভুজ, গোরক্ষপুর, বিশাখাপত্তনম, পুরী, সম্বলপুর, লোকমান্য তিলক টার্মিনাস, সেকেন্দরাবাদ, তিরুঅনন্তপুরমগামী ট্রেন। এ ছাড়া, সাঁতরাগাছি-শালিমার লোকালও বাতিল থাকবে বেশ কয়েক দিন।

    একেবারে শেষ দিকে, অর্থাৎ ২১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। রেল সূত্রের খবর, এই কাজ সম্পূর্ণ হলে শালিমার স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় বাধা কাটবে।
  • Link to this news (আনন্দবাজার)