পলিব্যাগে ঠাসা গাঁজা আর গাঁজা! ঝাড়খণ্ডের ‘পাচারকারী’ গ্রেফতার খড়্গপুর স্টেশনে
আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৫
ওই ভাবে ঘোরাঘুরি করছেন কেন? কৌতূহলের বশে খড়্গপুর রেলস্টেশনের ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের সামনে যান জিআরপি-র কর্মীরা। প্রথমে তাঁর নাম-ধাম জানা হল। কিন্তু ব্যাগে কী আছে, জানতে চাইতেই নানা কথা বলছিলেন বছর আটচল্লিশের ব্যক্তিটি। সন্দেহ গাঢ় হয়। খোলা হয় তিনটি ব্যাগ। তার মধ্যে মেলে ৯টি পলিব্যাগ। দেখা গেল, সবক’টি পলিব্যাগেই নিষিদ্ধ মাদক। ওজন প্রায় ১৭ কেজি!
খড়্গপুর জিআরপি সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ রায়। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদের চিরখুন্ডা থানা এলাকায়। ওড়িশা হয়ে পুরুলিয়া যাচ্ছিলেন তিনি। তাঁর কাছ থেকে মিলেছে ১৭ কেজি গাঁজা!
জানা গিয়েছে, খড়্গপুর স্টেশনের ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের পুরনো ওভারব্রিজ়ের সামনে ইতস্তত ভাবে ঘুরছিলেন রাজেশ। জিআরপি থেকে ওই ব্যক্তির কাছে যাওয়া হয়। তাঁর কাছে তিনটি ব্যাগ ছিল। কথাবার্তা বলে সন্দেহ হওয়ায় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। শেষমেশ রাজেশ নামে ওই ব্যক্তি জানান, বালেশ্বর থেকে তিনি গাঁজা নিয়ে পুরুলিয়া যাচ্ছিলেন।
ঘটনাক্রমে জিআরপি-র পদস্থ আধিকারিকেরা উপস্থিতি হন। তাঁরা দাঁড়িয়ে থেকে রাজেশের ব্যাগে তল্লাশি করান। এর পর ৯টি পলিব্যাগ উদ্ধার হয়। সেগুলো থেকে উদ্ধার হওয়া গাঁজার ওজন ১৭.৫৩ কেজি। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ। সোমবারই তাঁকে এনডিপিএস আদালতে হাজির করানো হচ্ছে। মাদক পাচারের সঙ্গে রাজেশের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।