• ডেউচা নিয়ে ডাক কনভেনশনের
    আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৫
  • আসন্ন বিধানসভা ভোটের আগে ডেউচা পাঁচামির প্রস্তাবিত কয়লাখনির বিষয়টিকে সামনে রেখে ফের এক মঞ্চে আসতে পারেন সিপিএম, সিপিআই (এম-এল) লিবারেশন এবং কংগ্রেসের রাজ্যের শীর্ষ নেতৃত্ব। কয়েকটি সংগঠন কাল, বুধবার মৌলালি যুবকেন্দ্রে ‘সংহতি কনভেনশনে’র ডাক দিয়েছে, যেখানে যোগ দেওয়ার কথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ বিভিন্ন দলের নেতৃত্বের। কনভেনশনের কথা জানিয়ে সোমবার তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে নিশানা করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, লিবারেশনের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক পুলিনবিহারী বাস্কে, কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসু প্রমুখ। কলকাতা প্রেস ক্লাবে রামচন্দ্র বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য প্রচার করছেন। কয়লা খনির নামে ব্যাসল্ট পাথর তোলার কারবার হচ্ছে।” কংগ্রেস নেতা প্রসেনজিতের অভিযোগ, “বিধানসভার বিরোধী দল নীরব থেকে সমর্থন দিচ্ছে। হাই কোর্টে মামলায় খনি মন্ত্রক, পরিবেশ মন্ত্রককেও পক্ষ করা হয়েছে।” এই পরিস্থিতিতে ৩৫টি বিভিন্ন সংগঠন ব্যাসল্ট খনন, জমি অধিগ্রহণ, প্রশাসনের দমনপীড়ন বন্ধ, আদিবাসী-সহ স্থানীয়দের সম্মতি ছাড়া প্রকল্পের কাজ নয় বলে দাবি তুলেছে।
  • Link to this news (আনন্দবাজার)