আবারও পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিংহ ও তাঁর পুত্র শিবম। এ বার তাঁদের বিরুদ্ধে অভিযোগ কসবার একটি আবাসনে ঢুকে ‘তাণ্ডব’ চালানোর। সোমবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়।
অভিযোগ, বাবা ও ছেলে একটি আবাসনে ঢুকে পড়ে ঝামেলা শুরু করেন। ওই আবাসনের ব্যায়ামাগারে ঢুকে তাঁরা মারধর করেন বলেও অভিযোগ। এর পরেই ওই আবাসনের ‘আক্রান্ত’রা অভিযোগ দায়ের করেন তাঁদের নামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। স্থানীয় থানা সূত্রে খবর, রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
বেশ কিছু দিন আগে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় রাকেশ ও শিবমের নাম উঠে এসেছিল। ঘটনার পরে আত্মগোপন করে রাকেশ বার বার ‘গর্জন’-ও করেছিলেন। তবে পুলিশি তল্লাশিতে ধরা পড়েন দু’জনেই। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত ছিলেন। তবে তার মাঝেই আবাসনে ঢুকে ‘দাপট’ দেখানোর অভিযোগে ফের পুলিশের জালে তাঁরা।