বাংলা, বলিউড পেরিয়ে শার্লক হোমসের দেশে! ইংরেজি ছবি পরিচালনায় সৃজিত, বিষয়বস্তু কী?
আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৫
বাকি ছিল পাশ্চাত্যজয়। সেই দুনিয়াতেও এ বার পা রাখতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়! লন্ডন থেকে আনন্দবাজার ডট কম-কে প্রথম জানালেন, একই সঙ্গে ইংরেজি ছবির পরিচালক এবং সহ-প্রযোজক তিনি।
সৃজিত মানেই যেন রহস্যের ঘনঘটা! এ বার তিনি ছবি বানাতে চলেছেন আর্থার কোনান ডয়েলের উপরে। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। যৌথ প্রযোজনায় সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড।
হঠাৎ বাংলা ছেড়ে ইংরেজি ছবির দুনিয়ায়? আপাতত এই কৌতূহল পরিচালক-প্রযোজককে ঘিরে। লন্ডনের গিল্ড হল থেকে সৃজিত জানিয়েছেন, শার্লক হোমসের কাছে তাঁকে পৌঁছে দিয়েছেন যে সাহিত্যিক, তাঁকে নিয়ে গল্প বলার তাগিদ অনুভব করছেন।
সেই অনুযায়ী, এই ছবিতে কোনান ডয়েল নিজের সৃষ্টি করা রহস্য দুনিয়ার পর্দা ওঠাবেন নিজেই। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট-এর হত্যা দিয়ে। খুনের মিথ্যা অভিযোগে গ্রেফতার হবেন অস্কার স্লেটার। তার পর? এর পরেই মুখে কুলুপ পরিচালকের। বাকি রহস্য পর্দার জন্য তুলে রেখেছেন তিনি। প্রসঙ্গত, শার্লক হোমসকে নিয়ে তাঁর প্রথম কাজ ‘শেখর হোমস’ বছরখানেক আগে মুক্তি পেয়েছে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে। বিবিসি প্রযোজিত এই হিন্দি সিরিজে অভিনয় করেছিলেন কে কে মেনন এবং রণবীর শোরে। যদিও পরে সৃজিত সরে আসায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি।
কী বলছেন সৃজিতের ছবির সহ-প্রযোজক শাহনাব? তাঁর মতে, জাতীয় স্তরের পরিচালকের কথা তিনি আগেই শুনেছেন। সৃজিতের কাজের সঙ্গেও পরিচয় আছে তাঁর। তাই তাঁর আশা, এই ছবিটিও আন্তর্জাতিক মানের ছবি হতে চলেছে।
ইংরেজি ছবিতে কারা গোয়েন্দা এবং তাঁর সাহিত্যিক সহকারীর ভূমিকায় অভিনয় করবেন? ক্রমশ প্রকাশ্য, আপাতত এই নীতি আঁকড়ে এগোচ্ছেন সৃজিত।