• পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই ইপিএফের সুদের হার বাড়াতে পারে কেন্দ্র
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারের নজরে ভোট। আগামী বছরই পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর সেই ভোট আবহেই এবার ইপিএফের সুদের হার বৃদ্ধি করতে চলেছে মোদি সরকার। ২০২৫-২৬ আর্থিক বছরের হিসেবে ইপিএফ সুদের হার বর্তমানের ৮.২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হতে পারে সাড়ে আট শতাংশ। শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানা যাচ্ছে।

    ওয়াকিবহাল মহলের দাবি, রাজ্যে রাজ্যে ভোটারদের মন জয়েই এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। কারণ এই মুহূর্তে সারা দেশে ইপিএফ গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি। পাশাপাশি সারা দেশে ইপিএফ পেনশন প্রাপকের সংখ্যা প্রায় ৭৭ লক্ষ। ফলে ইপিএফে সুদের হার বৃদ্ধি পেলে প্রত্যাশিতভাবেই এই সামাজিক সুরক্ষা পরিষেবার গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। যদিও সম্ভাব্য নয়া সুদের হার নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি শ্রমমন্ত্রক এবং তার আওতাভুক্ত কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন। ২০২৪-২৫ আর্থিক বছরের হিসেবে গ্রাহকরা ৮.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। ২০২৩-২৪ অর্থবর্ষের ভিত্তিতে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল কেন্দ্র।

    চলতি বছরে ইপিএফে নয়া সুদের হার সংক্রান্ত ঘোষণা সম্ভবত হবে না। সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসে তা ঘোষণা করা হবে অছি পরিষদের বৈঠকে। তবে তার আগে ন্যূনতম পেনশনের পরিমাণ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ওইসব রাজ্যে ভোটের আগেই কিছুটা চমক দিতে চায় গেরুয়া শিবির।
  • Link to this news (বর্তমান)