• শামুক গতির গল্প - নধরের ভেলা
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • ভেলার উপর বসে রয়েছে মানুষটা। পাশ দিয়ে উড়ে যাচ্ছে কতগুলি পায়রা। অথচ তার নড়নচড়ন নেই বললেই চলে। ট্রেলারের শেষে এই দৃশ্যটায় চোখ আটকে যেতে বাধ্য। মানুষটা নধর। সে কাজ করতে চায় না, এমন নয়। তবে তার প্রত্যেকটি পদক্ষেপ ধীরগতির। তাকে ও তার মতো মানুষদের গল্পই বলেছেন পরিচালক প্রদীপ ভট্টাচার্য। সৌজন্যে তাঁর ছবি ‘নধরের ভেলা’। ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র ভারতীয় ছবি এটি। এর আগে একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত ছবিটি এবার বাংলায়। কেমন লাগছে? পরিচালক বললেন, ‘মূলত ছবিটি যে ভাষায় তৈরি, যাঁদের জন্য তৈরি, সেই ভাষার মানুষ দেখবেন, এর থেকে আনন্দের কিছুই হয় না। বাংলার দর্শককে ছবিটা দেখানোটা ভীষণ প্রয়োজন। ছোট থেকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখে বড় হয়েছি। সেখানে আন্তর্জাতিক বিভাগে আমার ছবি দেখানো হবে, এ বিরাট পাওনা।’ প্রতিযোগিতা নিয়ে ভাবছেন? জানালেন, ‘প্রতিযোগিতা চলবেই। আমি শুধু চাই মানুষ ছবিটা দেখুন।’ নধরের চরিত্রে অমিত সাহা রয়েছেন। ছবিটি পরের বছর মুক্তি পেতে পারে। প্রদীপ্তর গল্প বলার নিজস্ব চলন রয়েছে। তা পেরিয়ে তথাকথিত বাণিজ্যিক ঘরানার ছবি, অ্যাকশন-থ্রিলার পরিচালনার পরিকল্পনা রয়েছে? হেসে প্রদীপ্তের জবাব, ‘সব ছবিই তো বাণিজ্যিক!’
  • Link to this news (বর্তমান)