• অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এবার একসঙ্গে বড়পর্দায় চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিন! কী জানালেন ঢালিউডের দুই তারকা?
    আজকাল | ২৮ অক্টোবর ২০২৫
  • কলকাতায় একসঙ্গে হাজির হয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী এবং তাসনিয়া ফারিন। এই মুহূর্তে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তাঁকে ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে তাসনিয়া ফারিনের সঙ্গে দেখা গেল। ঢালিউড-এর পাশাপাশি টলিউডেও বর্তমানে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টলিপাড়ার একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, দর্শকেরা তাসনিয়া ফারিনকে প্রথমবার দেখেন অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবিতে। এবার কি নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত এই অভিনেত্রী?

    কলকাতায় কোয়েল মল্লিকের ডাকে স্পেশাল স্ক্রিনিংয়ে আসেন দুই তারকা। একসঙ্গে হঠাৎ কেন ঢালিউডের এই দুই অভিনেতা? প্রশ্ন শুনে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, 'আসলে আমরা কেউ জানতাম না দু’জনেই কলকাতায় আছি, পুরোটাই কাকতালীয়, ও জানত না আমি এখানে এবং আমিও জানতাম না ও এখানে । টোনিদা অর্থাৎ অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে আমি একটি মিটিং করার জন্য কলকাতায় আসি। এছাড়াও ছবির শুটিং তো আছেই। আবার ও এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। দু’জনেই যাওয়ার পর দেখা হয় এবং তখন জানতে পারি দু’জনেই এখানে আছি। ব্যাপারটা বেশ মজার।”

    বাংলাদেশের দুই তারকার যখন একসঙ্গে মিটিং হয়েছে, তবে কি এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় দু’জনকে একই ছবিতে দেখতে পাবেন দর্শকেরা? এই প্রশ্ন শুনে হাসিমুখে দু’জনেই উত্তর দেন, 'সেটা এখনও জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।'

    চঞ্চল চৌধুরীর কথায়, 'টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি, আসলে সকলেই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি। সঙ্গে নানান কথা হয়েছে। এরপর টোনিদার কথাতেই এখানে আসি এবং কোয়েলও আমাদের আমন্ত্রণ করেছেন। এখন এই ছবি দেখার অপেক্ষায় আছি। ' সরাসরি কিছু না বললেও তাদের মধ্যে যে ছবি নিয়ে কথা হয়েছে তা বুঝিয়ে দিলেন দু’জনেই। এছাড়াও একই পরিচালকের সঙ্গে একই সময়ে সাক্ষাৎ তো আর অকারণে হতে পারে না, তাই মনে করা হচ্ছে এই দুই তারকাকে এবার দর্শকরা দেখতে চলেছেন একই ছবিতে।

    কিছুদিন আগেই ঢালিউড-এর তারকা জয়া আহসানকে নিয়ে বাংলা ছবি করেছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। বহু বছর পর আবার তাঁর পরিচালনায় দর্শক দেখেছেন জয়া আহসান অভিনীত ছবি ‘ডিয়ার মা’। বলিউডে কাজ করলেও টলিউডে অনেক বছর পর কাজ করলেন তিনি। এর আগেও বাংলা ছবির ক্ষেত্রে সম্পর্ক নিয়ে জনপ্রিয় ছবি বানিয়েছেন এই পরিচালক। কখনও বিবাহ বহির্ভূত সম্পর্ক, আবার কখনও রক্তের সম্পর্ক ছাড়া মা মেয়ের সম্পর্ক। বর্তমানে টলিউডে কম কাজ করলেও সকলের অত্যন্ত পছন্দের পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। সেই পরিচালকের পরিচালনায় এবার কি বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশের দুই তারকা? সেটাই এখন দেখার অপেক্ষা।
  • Link to this news (আজকাল)