• সুজনের ডাকে দীর্ঘ ২৭ বছর বাদে মঞ্চে শিবপ্রসাদ, বাদল সরকারের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা: বন্ধু সুজন মুখোপাধ্যায়ের ডাকে দীর্ঘ আড়াই দশক বাদে নাটকের মঞ্চে পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। চলতিবছর বাদল সরকারের জন্মশতবর্ষ উপলক্ষে চেতনা নাট্যোৎসবে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। সেই উপলক্ষেই বন্ধু শিবপ্রসাদের সঙ্গে যোগাযোগ করে ‘ভুল রাস্তা’ নাটকটি মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন সুজন মুখোপাধ্যায়।

    সুজন-শিবপ্রসাদ দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন একাধিকবার নাটক মঞ্চস্থ করেছেন দুই বন্ধু। তবে পরবর্তীতে সেই রীতিতে ছেদ পড়ে নানা ব্যস্ততার কারণে। শিবপ্রসাদ ব্যস্ত সিনেমার কাজে। অন্যদিকে সুজনের ত্বত্ত্বাবধানে নাট্যদুনিয়ায় বহাল তবিয়তে রাজত্ব করছে চেতনা নাট্যদল। এবার বাদল সরকারের জন্মশতবর্ষ উপলক্ষে ‘ভুল রাস্তা’ নাটকটি মঞ্চস্থ করার জন্য সুজনই উদ্যোগী হয়ে যোগাযোগ করেন বন্ধু ‘শিবু’র সঙ্গে। দীর্ঘদিন বাদে এমন সুযোগ পেয়ে অমত করেননি পরিচালক-অভিনেতাও। শত ব্যস্ততার মাঝে এবার মঞ্চে ফিরছেন শিবপ্রসাদ। নিজস্ব অভিনয়গুনে সেই কবে থেকেই পর্দায় মুগ্ধ করে এসেছেন ‘লালু’। বিগত কয়েক বছরে ‘কণ্ঠ’, ‘রামধনু’ থেকে ‘বহুরূপী’র মতো একাধিক সিনেমায় নজর কেড়েছেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার তাঁকে মঞ্চে দেখার সুযোগ পাবেন দর্শক-অনুরাগীরা।

    এ প্রসঙ্গে সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হলে শিবপ্রসাদ জানান, “বন্ধু সুজন মুখোপাধ্যায় (নীল) আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবছর বাদল সরকারের শতবর্ষ পূর্তি। আমরা যখন যাদবপুরে পড়তাম, তখন এই ‘ভুল রাস্তা’ নাটকটি বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবে মঞ্চস্থ করেছিলাম। পরবর্তীকালে ‘চেতনা’র ব্যানারে বিভিন্ন জায়গায় এই নাটকটির শো করেছি আমরা। তার পরে আর কোনও শো করা হয়নি আমার। এর মাঝে একবার বাদলবাবুর সঙ্গে যোগাযোগ করে আমি নাটকের স্বত্ত্ব নিয়েছিলাম উইন্ডোজ-এর জন্যে। খুব ইচ্ছে ছিল, পরবর্তীকালে নিজেদের মতো করে নাটকটি নিয়ে কাজ করার। সেটা নীলুকে জানিয়েও ছিলাম। একাধিকবার সুজনের সঙ্গে ‘ভুল রাস্তা’ নাটকটি নিয়ে কথাও হয়েছে যে ভবিষ্যতে আবার মঞ্চস্থ করা যায় কিনা। একসময়ে নন্দন চত্বরে নাটকটি প্রদর্শিত হয়। আরেকবার বালুরঘাটে শো করেছি। তারপর দীর্ঘ সাতাশ বছরের বিরতি। সম্প্রতি চেতনার নাট্যোৎসবের জন্য সুজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ‘শতবর্ষে বাদল সরকার’ এই বিষয়টি মাথায় রেখেই ‘ভুল রাস্তা’ নাটকটি পুনরায় ফিরিয়ে আনতে চাইছি আমরা।”

    স্কুল-কলেজে একাধিকবার নাটক মঞ্চস্থ করার অভিজ্ঞতা রয়েছে শিবপ্রসাদের। এছাড়াও চেতনা, নান্দীকার ব্যানারের নাটকে অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা। পরবর্তীতে সেভাবে সুযোগ না পাওয়ায় নাটক করা হয়নি শিবপ্রসাদের। জানা গেল, ২২ নভেম্বর মঞ্চস্থ হতে চলেছে ‘ভুল রাস্তা’। যেখানে একমঞ্চে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়ের ‘অভিনয় যুগলবন্দি’ দেখার সুযোগ পাবেন দর্শক। নাটকের পোস্টার ডিজাইন করেছেন সম্বিত বসু।
  • Link to this news (প্রতিদিন)