বাংলা সিনেমার স্বার্থে একজোট, যৌথভাবে শিবপ্রসাদকে ছবি বানানোর আর্জি SVF-সুরিন্দর ফিল্মসের
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
স্টাফ রিপোর্টার: বড়দিনে সিনেমামুক্তির সমস্যা নিষ্পত্তি করতে রবিবার টলিপাড়ায় ‘মেগা মিটিং’ হল। সেই বৈঠকে আসন্ন সিনেমাগুলির ‘রিলিজ ভাগ্য’ নির্ধারণের মাঝে টলিউডের দুই ডাকসাইটে প্রযোজনা সংস্থা SVF এবং সুরিন্দর ফিল্মস শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে তাঁদের ব্যানারে সিনেমা পরিচালনা করার আর্জি জানান বলে খবর। টলিউডে এহেন ‘মহাগঠবন্ধন’ হলে যে আখেড়ে বাংলা সিনেমার ক্যাশবাক্সে বড়সড় প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য!
সংশ্লিষ্ট দুই প্রযোজনা সংস্থার আবদার, ‘শিবু’ যেন এবার তাঁদের ব্যানারে সিনেমা পরিচালনা করেন। সূত্রের খবর, বৈঠকে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস উভয়েই যৌথভাবে পরিচালকের কাছে জানতে চান, তিনি উইন্ডোজ-এর ব্যানারের বাইরে কেন অন্য প্রযোজনা সংস্থার সিনেমা পরিচালনা করেন না? সেখানে উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাস। তিনিও এমন প্রস্তাবে খুশি। প্রশ্ন আসতেই শিবপ্রসাদ নাকি জানান, সুযোগ পেলে নিশ্চয়ই করবেন। সেই প্রেক্ষিতেই পালটা এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস যৌথভাবে ‘শিবপ্রসাদ পরিচালিত সিনেমা’ প্রযোজনা করার ইচ্ছেপ্রকাশ করে। শুধু তাই নয়! কন্টেন্ট, কাস্টিং সবেতেই শিবপ্রসাদের উপর ভরসা রাখবেন বলে জানিয়েছেন তাঁরা। শুধু প্রযোজনার দায়িত্বে থাকবে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস। সত্যি কি দুই প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মেলাবেন শিবপ্রসাদ? সংবাদ প্রতিদিন-এর তরফে পরিচালককে এই বিষয়ে প্রশ্ন করা হলে, হাসিমুখে তিনি বিষয়টা এড়িয়ে যান! অতঃপর ভবিষ্যতে যে এহেন ‘মহাগঠবন্ধন’-এর সাক্ষী থাকতে পারে টলিউড, তেমন জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সবটাই আপাতত সময়ের গর্ভে লুকিয়ে।