বড়দিনে বড়পর্দা কাঁপাবেন মিঠুন-কোয়েলরা, পিছোচ্ছে একাধিক বাংলা ছবি মুক্তির দিন
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়া এ যেন খুব চেনা ছবি। তাতেই বেশকিছুটা বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছিল ‘ইম্পা’র তরফে কয়েকমাস আগে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণগুলির মধ্যে মোট ছ’টি পার্বণে বাংলা ছবি মুক্তির রমরমা থাকে। সামনেই বড়দিন। আর এই বড়দিনের মরশুমে একসঙ্গে একগুচ্ছ বাংলা ছবি মুক্তির কথা ছিল। তবে তার ফলে যাতে ব্যবসায় প্রভাব না পড়ে সেই কথা মাথায় রেখেই ফের রবিবার বসেছিল রাজ্য সকারের স্ক্রিনিং কমিটির বৈঠক। আগামী উৎসবের মরশুম অর্থাৎ বড়দিনে ছবি মুক্তি নিয়ে ঠিক কী সিদ্ধান্ত গ্রহণ করা হল এদিন?
বৈঠক শেষে কী সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে ‘ইম্পা’র সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, “এদিনের বৈঠকে ঠিক হয়েছে পাঁচটি ছবির মধ্যে তিনটি মুক্তি পাবে। বাকি ছবিগুলির মুক্তির দিনক্ষণ নির্ধারিত হবে আগামী বৈঠকে। এদিনের বৈঠকে স্থির হয় বড়দিনে মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ছবি ‘প্রজাপতি ২’। একইসঙ্গে বড়দিনে মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি সিরিজের নতুন ছবি। এছাড়াও এসভিএফের প্রযোজনায় দু’টি ছবির মধ্যে মুক্তি পাবে যে কোনও একটি। এর মধ্যে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাকাবাবু’ সিরিজের নতুন ছবি এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’। আগামী দু’দিনের মধ্যে নির্ধারিত হবে এসভিএফের এই দুই ছবির মধ্যে কোনটি মুক্তি পাবে।”
উল্লেখ্য এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নিশপাল সিং রানে, শ্রীকান্ত মোহতা, স্বরূপ বিশ্বাস,শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ফিরদৌসুল হাসান, শতদীপ সাহা, অতনু রায়চৌধুরী প্রমুখ। যে ছবিগুলি বড়দিনে মুক্তি পাবে না সেগুলি মূলত নতুন বছরে মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে ২৩ জানুয়ারি ছবিগুলি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। তার মধ্যে এসভিএফের একটি ছবি থাকবে। অন্যদিকে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে জিনিয়া সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করেন, উইনডোজের প্রথম হরর ঘরানার ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে।