• NRC-কে দায়ী করে আত্মঘাতী প্রৌঢ়, কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা
    এই সময় | ২৮ অক্টোবর ২০২৫
  • রাজ্যজুড়ে SIR-এর নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই আবহে NRC নিয়ে বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে মমতা দাবি করেন, পানিহাটির জনৈক প্রদীপ কর আত্মহত্যা করেছেন। আর সুইসাইড নোটে ওই ব্যক্তি লিখেছিলেন, NRC আমার মৃত্যুর জন্য দায়ী। প্রদীপের মৃত্যুর বিষয়টি সামনে রেখে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। 

    তিনি এক্স হ্যান্ডলের একটি পোস্টে লেখেন, ‘পানিহাটির মহাজ্যোতি নগরের বাসিন্দা ৫৭ বছরের প্রদীপ কর আত্মঘাতী হয়েছেন। তিনি একটি নোট রেখে গিয়েছেন। সেখানে এনআরসিকেই মৃত্যুর কারণ হিসেবে দর্শিয়েছেন।’ বিজেপির বিরুদ্ধে ভয় ও বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ‘বছরের পর বছর ধরে বিজেপি কী ভাবে এনআরসি-র হুমকি দিয়ে,  মিথ্যে কথা ছড়িয়ে, আতঙ্ক ছড়িয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে, তা কল্পনা করলে আমার হৃদয় কেঁপে যায়।’ এই মৃত্যু বিজেপির বিষাক্ত প্ররোচণার পরিণতি বলে দাবি করেছেন তিনি। 

  • Link to this news (এই সময়)